কলকাতা টুডে ব্যুরো:আমতা থানার ওসি-কে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দেওয়া হল। আমতা থানায় ওসি-র দায়িত্বে এলেন কিঙ্কর মণ্ডল।
আনিস-হত্যার প্রতিবাদে আমতা থানায় ধুন্ধুমার কাণ্ড ঘটে এদিন দুপূরে। আনিসের পরিবার, তাঁর বাবা এবং পাড়া-পড়শিদের ‘অরাজনৈতিক মিছিল’ বৃহস্পতিবার দুপুরে আমতা থানা ঘেরাও করে। পরিস্থিতি প্রায় আয়ত্তের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়।
আমতার পরিস্থিতি প্রথম থেকেই পরিস্থিতি ছিল অগ্নিগর্ভ। আনিসের পড়শি এবং পরিজনদের মিছিল শুরু হলে তা আরও ঘোরাল হয়ে ওঠে। জনতা মিছিল করে গিয়ে সরাসরি আমতা থানার ভিতরে ঢোকার চেষ্টা করে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল পড়তে থাকে। মিছিল চেষ্টা করে থানার সামনের ব্যারিকেড ভেঙে ফেলতে। প্রথম দু’টি ব্যারিকেড ভেঙেও ফেলে তারা। তৃতীয় ব্যারিকেডটি ভাঙার আগে আনিসের বাবা মাইক্রোফোনে বলেন ভিড়কে সংযত হতে। তাঁর সঙ্গেই জনতাকে শান্ত হতে বলেন ফুরফুরা শরিফের কাশেম সিদ্দিকি।
Topics
Anish Khan SIT Protest Administration Kolkata