কলকাতা টুডে ব্যুরো: বিজেপি আগেই বলেছিল ভোট করার মতো পরিবেশ নেই।নিউটাউনের ইকোপার্কে রবিবার আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট এবং কোভিড প্রসঙ্গে রাজ্য সরকার এবং শাসকদলকে এক হাত নেন তিনি।
আরও পড়ুনঃ ’কোভিড পরিস্থীতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত,’-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
তিনি বলেন,”কমপক্ষে বিশ হাজারের বেশি সংক্রমন হচ্ছে রোজ। বিশেষ করে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা যে এলাকাটা বেশি এফেক্টেড সেখানেই হচ্ছে নির্বাচন। বাকি শহরগুলিতেও একইরকম পরিস্থিতি। তিনি বলেন বিজেপি আগে বলেছিল যে দুবছর ধরে নির্বাচন হয়নি এবং এই ক্ষেত্রে নির্বাচন এক মাস অথবা দুমাস আরও পিছিয়ে দিতে অসুবিধার কিছু নেই।
আরও পড়ুনঃ ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির
তিনি বলেন,”বাড়ছে করোনা সংক্রমণের হার। এরমাঝেই ২২ তারিখ ৪ পুরসভা ভোট। এ প্রসঙ্গে বিজেপির দিলীপ ঘোষ বলেন, “আমরা আগেই বলেছিলাম ভোট করার মতো পরিবেশ নেই। একদিকে রাজনৈতিক হিংসা অন্যদিকে করোনার ভয়। সফল হবে কীভাবে নির্বাচন? যে এলাকাটা সংক্রমণ বেশি সেখানেই নির্বাচন আছে। বাকি মহানগরগুলিতেও প্রায় সেরকম পরিস্থিতি। আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলেছি।”
Topics
Dilip Ghosh BJP TMC Administration Kolkata