কলকাতা টুডে ব্যুরো: শনিবার থেকে অনলাইন সার্ভিস চালু করা হচ্ছে।করোনা কালে অনেকেই চলে আসছেন কর্পোরেশনে। এখন থেকে Whatapp চ্যাটের মাধ্যমে ট্রেড লাইসেন্স/ আধার কার্ড/পেমেন্ট গেট ওয়ে/ মিউটেশনের কাগজ পত্র/ আধার কার্ডের ক্ষেত্রে অনলাইন সার্ভিস দেওয়া হবে। কলকাতা মাষ্ক আপ চ্যালেঞ্জ করা হচ্ছে। দু সপ্তাহের মধ্যে মাস্ক পড়া ছবি দিতে হবে। যারা বেষ্ট বিবেচিত হবেন সেই ১০০ পরিবারের সঙ্গে ভার্চুয়ালে কথা বলবেন মেয়র। এর সঙ্গে কলকাতা পুলিশ যারা মাস্ক পড়ে তাদেরকে এই ধরনের উদ্যেগ নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃপশ্চিমী ঝঞ্জার দাপটে পৌষের শেষেও মুখ ঢেকেছে শীত
ববি হাকিম বলেন,” মাস্ককে উৎসাহ দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক ফোন পেলাম পরিবেশ নিয়ে সাধারণ মানুষ অনেক সচেতন খুব ভালো উদ্যোগ। কলকাতা কর্পোরেশনের আধিকারিক কাজ করছেন।”
আরও পড়ুনঃ ৩১ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে রাজ্যে কোভিড বিধিনিষেধ, কিছু ক্ষেত্রে ছাড় দিল রাজ্য সরকার
তিনি বলেন,”সিড়ি দিয়ে করোনা ছড়াচ্ছে না। লিফ্ট থেকে বাড়ছে করোনা। মাইক্রোমেন্ট জোনে আর করোনা না বাড়ে সেই দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। কন্টেনমেন্ট জোন মানে জেল নয়। কলকাতা উত্তর প্রদেশ নয় যে এনকাউন্টারের পরিবেশ রয়েছে।পুরভোট নিয়ে মেয়র বললেন ,”কমিশনের গাইড লাইন মেনে চলতে হবে। তৃণমূল কংগ্রেস শৃংখলাবদ্ধ পার্টি।”
নেতাজি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়ে ফিরহাদ বলেন ,”খুব দুঃখ জনক। বাংলাকে পরিবেশন করতে দেবো না। এইটা অর্থহীন। বাংলা যনিজের মতন চলবে। সামপ্রদায়িকতাকে বন্ধ করে বাংলা পথ দেখাবে। আমাদের থেকে নেতাজি কে হাইজাক করেছে। এইটা বোকা বোকা।”
Topics
Firhad Hakim Covid19 Vaccine Health Kolkata