কলকাতা টুডে ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ে ২৫ হাজারের বেশি ভোট প্রাপ্তিকে যথেষ্ট কৃতিত্বের বলেই মনে করছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।ভবানীপুরে ৫৮ হাজারেরও বেশি ভোটে পরাজিত হওয়ার পর নিজেকে ম্যান অফ দ্য ম্যাচ বলে দাবি করলেন তিনি।
তিনি বলেন, ‘একটি নির্বাচনে শুধুমাত্র একজন প্রার্থীর জয়, পরাজয় হয় না৷ পুরোটাই নির্ভর করে তাঁর সংগঠনের উপরে৷ ভবানীপুরে আমাদের সংগঠন যে দুর্বল ছিল, সেকথা স্বীকার করতে হবে৷’
বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ‘তৃণমূলের সংগঠন মানে রিগিং করা৷ ভবানীপুরেও তাই হয়েছে৷ এটা যদি সংগঠনের শক্তি হয়, তাহলে বলব আমার ওরকম সংগঠনের প্রয়োজন নেই৷’
দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও দাবি করেন, ভবানীপুরে ভাল লড়াই করেছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল৷
Topics
Mamata Banerjee Priyanka Tibrewal BJP TMC Administration Kolkata
‘আমিই ম্যান অফ দ্য ম্যাচ,’ গোহারা হেরেও বললেন প্রিয়াঙ্কা
previous post