কলকাতা টুডে ব্যুরো:আর ১০ সেকেন্ড হলেই মুখোমুখি সংঘর্ষ হত অন্য বিমানের সঙ্গে। পাইলটের দক্ষতায় অল্পের জন্য বেঁচে গিয়েছেন। শুক্রবার বারাণসী থেকে ফেরার সময় বিমানে ‘ডিসেন্ড’ প্রসঙ্গে এদিন বিধানসভায় ঢোকার সময় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ।
এদিন বিধানসভা অধিবেশনে তিনি জানান, সেদিন পাইলটের দক্ষতায় রক্ষা পেয়েছেন। আর ১০ সেকেন্ড হলেই বিমান ক্র্যাশ করত।
গত ৪ তারিখ বারাণসী থেকে ফিরছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতায় বিমান নামার আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। তা নিয়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনায় ডিজিসিএ’র কাছে রিপোর্ট তলব করা হয়েছে। ডিজিসিএ পৃথকভাবে তদন্ত করছে।
তিনি বলেন, “সামনে অন্য বিমান চলে আসে। আর ১০ সেকেন্ড হলেই মুখোমুখি সংঘর্ষ হত। পাইলটের জন্য বেঁচে গিয়েছি। ৮০০০ ফিট নেমে আসে বিমান। তবে পিঠে আর বুকে চোট লাগে। এখনও ব্যথা আছে।” একইসঙ্গে তিনি এদিন দাবি করেন যে, তাঁর বিমান কোনও এয়ার পকেটে পড়েনি। বরং তাঁর নিরাপত্তারক্ষীর কাছে গ্রাফ আছে যে, বিমান কতটা নীচে নেমে এসেছিল। তাঁর এই মন্তব্যে স্পষ্ট না বললেও, মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ‘ষড়যন্ত্রে’র ইঙ্গিত দিলেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
আরও পড়ুন ঃ শুরু হল মাধ্যমিক, পরীক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, সেদিন হঠাৎ বিমান নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে সামনে আসে বিমানবন্দর কর্তৃপক্ষের বিবৃতিও। তাদের তরফে জানানো হয়, রুট ক্লিয়ারেন্স ছিল, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে এই বিভ্রাট। যদিও উত্তরে খুশি হয়নি তৃণমূল। তাদের তরফে একাধিক প্রশ্ন তোলা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় মঙ্গলবার দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে INTTUC।