Home » (Bengali) ইউক্রেন থেকে দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস নিল ভারতীয়রা

ইউক্রেন থেকে দেশে ফিরে স্বস্তির নিঃশ্বাস নিল ভারতীয়রা

by admin

কলকাতা টুডে ব্যুরো:বিগত ২৪ ঘণ্টায় ইউক্রেন থেকে ৩ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। কেন্দ্র জানিয়েছে মোট ১৫ টি বিমানে তাদের দেশের ফেরান হয়েছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর আগামিকাল মোট ৩ হাজার ৫০০ জনকে ১৭ টি বিমানে দেশে ফিরিয়ে আনা হবে।

অপারেশন গঙ্গার অধীনে জোর কদমে উদ্ধার কাজ চলছে ইউক্রেনে । প্রথম দফায় বায়ুসেনার সি-১৭ বিমান ৭৯৮ জনকে ইউক্রেন থেকে উদ্ধার করে বারতে ফেরাচ্ছে। রোমানিয়া, পোলান্ড এবং হাঙ্গেরির আকাশ পথ ব্যবহার করে ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো হচ্ছে। শুধু তাই নয়, ভারত থেকে বায়ুসেনার বিমান উড়ে যাওয়ার সময় ৯.৭ টন ত্রাণ নিয়ে উড়ে যায়। এমনই জানানো হল বায়ুসেনার তরফে।

দেশে ফিরে স্বস্তির নিশ্বাস নিচ্ছেন সকলে। ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা।

ইউক্রেন থেকে ফিরলেন দার্জিলিং-এর দুই পড়ুয়া অলোক মিশ্র ও কেলসাঙ গাইডসো ভুটিয়া।এদিন দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন লভিভ ন‍্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী।অলোক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কেলসাঙ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।দু’জন লভিভ থেকে ৪০ কিলোমিটার পায়ে হেঁটে পোল‍্যান্ড সীমান্ত পেরিয়ে ভারতীয় দূতাবাসের সহায়তায় দেশে ফেরে।

অন্যদিকে ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের অভিভাবকরাও রীতিমতো আতঙ্কে সময় কাটাচ্ছিলেন। সন্তানদের সুরক্ষিতভাবে বাড়ি ফিরতেই স্বস্তির নিঃশ্বাস নিলেন অভিবাবকরা।

অবশেষে উৎকন্ঠার অবসান পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির ভৌমিক পরিবারে, মেডিকেলে পড়াশোনা করতে সোনিয়া ভৌমিক ইউক্রেনে গিয়েছিলো।ভারত সরকারের সহযোগিতায় সোনিয়া বাড়িতে পৌঁছায়।ইউক্রেনের টার্ন অফ ন্যাশান্যাল মেডিক্যাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী সোনিয়ার কথায়,গত কয়েকদিন চরম আতঙ্কে দিন কেটেছে।

Topics

Russia Ukraine War Operation Ganga Administration Kolkata

Related Articles