Home খেলাধুলাফুটবল ইস্টবেঙ্গল ম্যাচের আগে সুনীলদের কোচ ছাঁটাই

ইস্টবেঙ্গল ম্যাচের আগে সুনীলদের কোচ ছাঁটাই

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ এবারের আইএসএলে শুরুটা খুব খারাপ করেনি বেঙ্গালুরু এফসি। মাঝে সাময়িক ছন্দ ফিরলেও ফের ছন্দপতন বেঙ্গালুরু এফসি শিবিরে। এটিকে-মোহনবাগান, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে পরপর তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করার পর হেড কোচ কার্লোস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ব্লুজ’রা।

বেঙ্গালুরু এফসি-র পক্ষ থেকে জানানো হয়েছে সহকারী কোচ নৌশাদ মুসা অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আপাতত সুনীলদের কোচের দায়িত্ব সামলাবেন।

কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রসঙ্গে ক্লাবের কর্ণধার পার্থ জিন্দাল জানিয়েছেন, ‘ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমাদের মনে হয়েছে একটা নতুন দিশায় এগিয়ে যাওয়ার সময় হয়েছে। যেখানে নয়া ফুটবল দর্শন তাদের খেলায় প্রতিফলিত হয়। অতীতে কার্লোসের হাত ধরে দলের অনেক সাফল্য এসেছে। কিন্তু চলতি মরশুমে এসে আমাদের মনে হয়েছে পুরনো দর্শন আঁকড়ে থাকলে হবে না। আর সে কারণেই আমাদের এই সিদ্ধান্ত।’

গত পাঁচ বছর ধরে কার্লোস কুয়াদ্রাত যে সাফল্য বেঙ্গালুরুকে দিয়েছেন, সেইজন্য স্প্যানিশ কোচকে কৃতজ্ঞতা জানিয়েছেন পার্থ জিন্দাল। বেঙ্গালুরু এফসি’র তরফ থেকে কৃতজ্ঞতাসূচক এক পোস্টে লেখা হয়েছে, ‘দুর্গে কাটানো প্রত্যেকটা মায়াবী রাতের জন্য, যতবার তুমি তোমার মুষ্টিবদ্ধ হাত আকাশে ছুঁড়েছো, আমাদের ব্যাজে তিন তারার অংশ হওয়া এবং আরও অনেক কারণে ধন্যবাদ কার্লোস কুয়াদ্রাত।’

Related Articles

Leave a Comment