Home ভিডিও ‘এখানে পুরভাটে যেভাবে ভোট লুট হয়েছে সেভাবে কাশ্মীরের পুরভোটেও হয় না,’ কটাক্ষ শুভেন্দুর

‘এখানে পুরভাটে যেভাবে ভোট লুট হয়েছে সেভাবে কাশ্মীরের পুরভোটেও হয় না,’ কটাক্ষ শুভেন্দুর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এখানে পুরভাটে যেভাবে ভোট লুট হয়েছে সেভাবে কাশ্মীরের পুরভোটেও হয় না। এই সরকার পুরটাই ভুয়ো। মানুষের উপরে এরা বিশ্বাস করে না।শনিবার নন্দীগ্রামের দলের সমর্থক রাজ গিরি ও আশিস দাসের বাড়ি গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারি। সেখান থেকে বেরিয়ে এসে এদিনের পুরো নির্বাচন নিয়ে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্য নির্বাচন কমিশনকে নিশানা করে শুভেন্দু বলেন, রাজ্য নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে।  গোটা রাজ্যের মানুষ তা দেখল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একটা ক্লাবের নির্বাচনও যে সুষ্ঠুভাবে করা যায় না তা আরও একবার প্রমাণ হল। এই সরকার মানুষের সরকার নয়। এভাবে এই দল যত চলবে ততই ২০২৪ এর নির্বাচনে সাফ হবে। আমরা সব আসনেই লড়াই করব। এদের যে রাজনৈতিক নগ্নতা রাজ্যের মনুষ দেখল তা দেশের মানুষ দেখুক। কাস্মীরের পুর নির্বাচনেও এভাবে ভোটলুট হয় না। আসানসোলের এক প্রার্থী মধুবাবুকে অপহরণ করা হয়েছে।

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

 

Related Articles