নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল কংগ্রেসের অন্দরে এবার নতুন অস্বস্তি। বীরভূমের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়কে ঘিরে নয়া জল্পনা। বৃহস্পতিবার সন্ধ্যায় ‘শতাব্দী রায় ফ্যান্স ক্লাব’-এর ফেসবুক পেজে তাঁর নামে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। যার শিরোনাম, ‘বীরভূমে আমার নির্বাচন কেন্দ্রের মানুষের প্রতি’। ফেসবুক পেজে শতাব্দীর অভিযোগ, বীরভূমের মানুষ তাঁকে বিভিন্ন কর্মসূচিতে চাইলেও কর্মসূচি নিয়ে কিছু জানানোই হয় না। তাই নতুন সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত ওই পোস্টে জানিয়েছেন অভিনেত্রী। আগামী ১৬ জানুয়ারি শনিবার দুপুর ২টোয় তাঁর ওই সিদ্ধান্তের কথা জানাবেন শতাব্দী।
অভিনেত্রী-সাংসদ স্পষ্ট জানিয়েছেন ‘এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।’ কী সিদ্ধান্ত নেবেন বীরভূমের দু’বারের তৃণমূল সাংসদ? শতাব্দী স্পষ্ট করেননি। তবে তিনি পোস্টে লিখেছেন, ‘২০০৯ সাল থেকে আপনারা আমাকে সমর্থন করে লোকসভায় পাঠিয়েছেন। আশা করি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পাব।’
শতাব্দী রায় পোস্টে আরও লিখেছেন, ‘আমি সাংসদ অনেক পরে, তার অনেক আগে থেকেই শুধু শতাব্দী রায় হিসেবেই বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমিও আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব। যদি কোনও সিদ্ধান্ত নিই আগামী ১৬ জানুয়ারি ২০২১ শনিবার দুপুর ২টোয় জানাব।’ বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের ভাঙন চলছেই। একের পর এক নেতা, বিধায়ক তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিজেপি শিবিরে নাম লেখাচ্ছেন।
মমতা সরকারের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন, ওই একই দিনে অর্থাৎ শনিবার ১৬ জানুয়ারি দুপুর ৩টের সময় তাঁর অবস্থান স্পষ্ট করবেন। এবার শতাব্দীও ওই দিনটাকে বেছে নিলেন। সুপার-স্যাটারডে-র অপেক্ষায় রাজনৈতিকমহল।