Home বিনোদন করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী ,টুইট করে জানালেন রাজ চক্রবর্তী

করোনায় আক্রান্ত রাজ-শুভশ্রী ,টুইট করে জানালেন রাজ চক্রবর্তী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: করোনা আক্রান্ত পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী। করানা আক্রান্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। বাড়িতে নিভৃতবাসে তাঁরা। করোমা আক্রান্ত পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী। করানা আক্রান্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। বাড়িতে নিভৃতবাসে তাঁরা।  মঙ্গলবার রাত চক্রবর্তী নিজেই টুইট করে জানান যে তারা দুজনেই করোনা আক্রান্ত। পাশাপাশি তিনি সাধারণ মানুষকে মাছ পড়ে সাবধানতা অবলম্বন করার বার্তাও দেন।

আরও পড়ুন : বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে রাজ্য সরকার, নির্দেশ নবান্নর

গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রিত ৯ হাজার ৭৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬ জন করোনা রোগীর।আর চিন্তার রেশ বাড়িয়ে শুধুমাত্র কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছুঁতে চলেছে। বুলেটিন জানাচ্ছে, গত একদিনে কলকাতায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৭৫৯ জন। মৃত্যু ৫ জনের।

আরও পড়ুন : গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৯ হাজার ৭৩

সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতাতে করোনার পজিটিভিটি রেট প্রায় ৩৩ শতাংশ।রাজ্যেও পজিটিভিটি রেট আশঙ্কাজনকভাবে বেশি। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভি রেট ১৮.৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টা সময়পর্বে রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ৮৬৪টি, যার মধ্যে ৯ হাজার ৭৩টি স্যাম্পেল পজিটিভ। সহজভাবে বললে, রাজ্যে করোনা পরীক্ষা করানো প্রত্যেক পাঁচজনের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে।

Topics

Raj Chakraborty Shubhashree Ganguly Covid19 Health Kolkata

 

 

Related Articles

Leave a Comment