Home ভিডিও করোনা আবহে পুলিশের বিশেষ উদ্যোগ,মাস্ক ছাড়াদের ধরপাকড়

করোনা আবহে পুলিশের বিশেষ উদ্যোগ,মাস্ক ছাড়াদের ধরপাকড়

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: করোনাকে বাগে আনতে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আংশিক লকডাউন জারি হয়েছে গোটা রাজ্যে। চলছে বিধিনিষেধের কড়াকড়ি। যদিও তারপরেও ফিরছে না মানুষের হুশ। এমতাবস্থায় করোনা সংক্রমণ প্রতিরোধে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। মাস্ক ছাড়া কাউকে ঘুরে বেড়াতে দেখলে সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার দিনভর এমনই চিত্র ধরা পরল নিউমার্কেট থানা এলাকায়।

আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস

জেলায় ইতিমধ্যেই ৬০ হাজারের গণ্ডি পার হয়ে গিয়েছে করোনা । জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০০। কিন্তু, তারপরও একেবারেই সচেতন নন শহরবাসী। এখনও পর্যন্ত রাস্তায় অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক । ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস ও ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হলেও কোথাও সেই নিয়ম একেবারেই মানা হচ্ছে না।

আরও পড়ুন : করোনা আক্রান্ত সৌরভ-কন্যা সানা

নিউ মার্কেট চত্বর থেকে শুরু করে গ্র্যান্ড হোটেলে সমগ্র এলাকায় হকার থেকে শুরু করে ক্রেতা, যদি কারও মুখে মাস্ক না থাকে তাহলে তৎক্ষণাৎ তাকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। যাদের মাস্ক খারাপ হয়ে গেছে ঠিকঠাক ফিট হচ্ছে না তাদেরকে নিউমার্কেট থানার পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে মাস্কও দেওয়া হয়। কিন্তু যারা মাস্ক ছাড়া বেরিয়েছেন তাদের করা হচ্ছে না রেহাত।

এদিকে গত কয়েকদিনে বেলাগাম করোনা সংক্রমণ দেখা যাচ্ছে তিলোত্তমায়। মঙ্গলবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা গোটা রাজ্যে ৯ হাজার পার করেছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন  ৯ হাজার ৭৩ জন। সোমবারের তুলনায় একধাক্কায় প্রায় ৫০ শতাংশ বেড়ে যায় দৈনিক সংক্রমণ। যার মধ্যে শুধুমাত্র কলকাতায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৫৯ জন। আর তাতেই নতুন করে বেড়েছে উদ্বেগ।

Topics

Bengal  Covid19 Vaccine  Health  Kolkata

Related Articles

Leave a Comment