কলকাতা টুডে ব্যুরো: বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা একটু বেশি বৃষ্টি হবে । বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে ।বৃষ্টি বৃহস্পতিবার থেকে একটু কমবে ।১৪ই জানুয়ারি থেকে উপকূলীয় জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে ।রাতের তাপমাত্রা আগামী দুই থেকে তিন দিনে খুব বেশি পরিবর্তন হবে না। তিন দিন পর থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। ১৫ তারিখ থেকে পরিস্থিতির উন্নতি হবে ।১৬ তারিখ থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে ,তখন পশ্চিমী ঝঞ্জা পুরোপুরি কেটে যাবে।
আরও পড়ুনঃ করোনা ঠেকাতে ডায়মন্ড হারবারে’ডক্টর অন হুইলস’
সাগর মেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকবে। হাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জাঁকিয়ে শীতের এখন সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
Topics
Sanjeev Banerjee DDGM Alipore Weather Office Rainfall Winter Administration Kolkata