Home ভিডিও কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের বিক্ষোভ অব্যাহত

কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের বিক্ষোভ অব্যাহত

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সোমবার কলকাতার বিশ্ববিদ্যালয়ে প্রবল বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের দাবি ছিল, স্নাতকোত্তর স্তরে আসনও বৃদ্ধি করতে হবে, যাতে সকলেই ভর্তি হতে পারে। সেই নিয়ে উপাচার্যকে ঘেরাও করেও রাখা হয়।কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরে আসন বাড়ছে না। সোমবার প্রবল বিক্ষোভের পর মঙ্গলবার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

সোমবারের পর ফের মঙ্গলবারও ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবারে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ সামিল হন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা । একদিকে গেট বন্ধ হলে ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন কাজকর্ম আটকে গেছে পাশাপাশি বেশকিছু কর্মচারী তারা অফিসে ঢুকতে না পেরে বিক্ষিপ্ত হয়ে উঠেছে, দাবি একটাই অবিলম্বে উনিভার্সিটির গেট খুলতে হবে।

পাশাপাশি পুলিশ ও বেসরকারি নিরাপত্তারক্ষীদের গাজোয়ারি মনোভাব ত্যাগ করতে হবে। এই দাবি তোলেন বিক্ষোভকারীরা।

Topics

University Protest  Agitation  Students Administration Kolkata

Related Articles

Leave a Comment