Home রাজনৈতিক কাঁথি পুরভবনে টানটান নাটক, দায়িত্ব নিলেন নতুন প্রশাসক

কাঁথি পুরভবনে টানটান নাটক, দায়িত্ব নিলেন নতুন প্রশাসক

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ চরম বিশৃঙ্খলার মধ্যে বৃহস্পতিবার দায়িত্বগ্রহণ করলেন কাঁথি পুরসভার নতুন প্রশাসক সিদ্ধার্থ মাইতি। কিন্তু ওই পদে অভিষেকের আগে প্রাক্তন প্রশাসক সৌম্যেন্দু অধিকারীর অনুগামীদের বাধার মুখে পড়তে হল সিদ্ধার্থকে। অনেক টানাপোড়েনের পর প্রশাসকের জন্য নির্দিষ্ট দফতরের চাবি হাতে পান তিনি।

প্রশাসকের চেয়ারে বসে সিদ্ধার্থ মাইতি দাবি করেন, ‘আগের পুর প্রশাসক চিফ এগজিকিউটিভ অফিসারকে চিঠি লিখে বলেছেন, ৫ জানুয়ারি পর্যন্ত তিনি পদে থাকতে চান। কিন্তু আমি এসডিও-কে বলেছি, আমি যখন এসে গিয়েছি। আমি দায়িত্ব বুঝে নিতে চাই। আমায় কাঁথির মানুষকে পুর পরিষেবা দিতে হবে। আমি যথাসম্ভব তাড়াতাড়ি দায়িত্ব নেব।’

অন্যদিকে শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দুর বক্তব্য, ‘সরকারের দেওয়া পদ সরকার যে কোনও সময় নিয়ে নিতেই পারে। কিন্তু সিদ্ধান্তটা বৈধ না অবৈধ, সেটা তো আগে বিচার করতে হবে। ন্যায়বিচার চাই বলেই আমি হাইকোর্টে গিয়েছি। আমার বিশ্বাস, মহামান্য আদালত সমস্ত দিক খতিয়ে দেখেই বিষয়টি নিষ্পত্তি করবেন।’

কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে মঙ্গলবার রাতে অপসারিত হন সৌম্যেন্দু। তাঁর স্থলাভিষিক্ত হন সিদ্ধার্থ। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরেই কাঁথি পুরসভা অধিকারী পরিবারের হাতে ছিল। এতে যেমন অনেকে খুশি ছিলেন, তেমনই বিক্ষুব্ধ ছিলেন অনেকেই।এর মধ্যেই অধিকারী পরিবারের মধ্যে খবর আসে সৌম্যেন্দুর করা মামলাটি গ্রহণ করেছে আদালত। ছোট অধিকারীর অনুগামীদের অনেকে ধরে নেন, প্রশাসকের পদ থেকে সৌম্যেন্দুর অপসারণ অবৈধ ঘোষণা করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই ‘র‌টনা’য় নির্ভর করেই অধিকারী পরিবারের সমর্থকরা মিছিল করে পুরসভার সামনে চলে আসেন। কাঁথি মহকুমা শাসকের দফতরের সামনেও সৌম্যেন্দুকে পুনরায় প্রশাসকের পদে বসানোর দাব‌ি জানিয়ে স্লোগান দেওয়া শুরু হয়।

Related Articles

Leave a Comment