Home সংবাদসিটি টকস কাটল জট,বিধানসভার অধিবেশন শুরু হবে ৭ মার্চ দুপুরে

কাটল জট,বিধানসভার অধিবেশন শুরু হবে ৭ মার্চ দুপুরে

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:বিধানসভার অধিবেশন শুরু হবে ৭ মার্চ দুপুরে, জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। মুখ্য সচিব রাজভবন এ গিয়ে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। তারপর রাজ্যপাল জানান,  আগামী ৭ মার্চ দুপুর ২’টো থেকে শুরু হবে অধিবেশন।

এদিন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করার পর তিনি টুইট করেন, ‘‌আগামী ৭ মার্চ দুপুর ২টো থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন। মুখ্যসচিব জানিয়েছেন, সমস্ত পেন্ডিং ইস্যু ১৫ দিনের মধ্যে সমাধান হবে। যে তথ্যগুলো তিনি চেয়েছিলেন, অথচ এখনও নবান্নের তরফ থেকে রাজভবনে জমা করা হয়নি তা দেওয়ার কথা বলা হয়েছে।’‌

সংবিধান অনুযায়ী, রাজ্যপালের অনুমতি ছাড়া বাজেট অধিবেশন ডাকা যায় না। রাজ্যপালই অধিবেশন ডাকেন। কিন্তু, রাজ্যের বিধানসভায় বাজেট অধিবেশন নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। প্রথমে রাজ্যের ভুল ধরিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পরে ভুল শুধরে নেওয়া হলেও বিজ্ঞপ্তি জারি হয়নি। রাত ২টোয় বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই ঘটনা ঐতিহাসিক ও নজিরবিহীন বলেও আখ্যা দেন তিনি।

Topics

Governor Jagdeep Dhankhar Assembly Administration Kolkata

Related Articles