Home ভিডিও ‘কিন্তু আচমকা বন্‌ধ ডাকা ছাড়া উপায় ছিল না,’বললেন সুকান্ত মজুমদার

‘কিন্তু আচমকা বন্‌ধ ডাকা ছাড়া উপায় ছিল না,’বললেন সুকান্ত মজুমদার

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সোমবার দুপুরেই বন্‌ধ প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচমকা বন্‌ধ ডাকায় সাধারণ মানুষের সমস্যা হচ্ছে বলেও নন্দীগ্রামে মন্তব্য করেন তিনি। বিকেলে সেই প্রসঙ্গে জবাব দিলেন সুকান্ত। বালুরঘাটে সাংবাদিক বৈঠকে তিনি শুভেন্দুর বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘‘উনি যেটা বলেছেন, সেটা দলের মাধ্যমে জেনেছি। কিন্তু আচমকা বন্‌ধ ডাকা ছাড়া উপায় ছিল না।, আমরা হঠাৎ করেই ডেকেছি। কারণ, যে কারণে বন্‌ধ সেই ভোটে সন্ত্রাস নিয়ে তো আর সাত দিন পরে বন্‌ধ ডাকা যায় না।’’

সুকান্ত দাবি করেন, অনেক জায়গাতেই বহু প্রতিষ্ঠান বন্ধ ছিল। কিছু কিছু জরুরি ক্ষেত্র যেখানে মানুষের সমস্যা হতে পারে সেখানে বিজেপি ছাড় দিয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় বন্‌ধের সমর্থনে রাস্তায় নামা বিজেপি নেতা-কর্মীদের উপরে হামলা হয়েছে বলেও অভিযোগ করেন সুকান্ত। প্রসঙ্গত আগেই তৃণমূলের বিভিন্ন নেতা সোমবারের বন্‌‌ধে কোনও প্রভাব পড়েনি বলে দাবি করেছে। এই প্রসঙ্গে সুকান্ত বলেন, ‘‘এটা তৃণমূলের চোখের দোষ। স্কুলে নিয়োগেও যে দুর্নীতি হয়েছে সেটা যেমন তৃণমূল দেখতে পায় না, তেমন বন্‌ধের প্রভাব দেখতে পায়নি। তৃণমূল যা বলে সেটা ধর্তব্যের মধ্যে না রাখাই ভাল।’’

Topics

Sukanta Majumdar BJP TMC Administration Kolkata

Related Articles