Home ভিডিও গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ

গঙ্গাসাগর পুণ্যার্থীদের জন্য বিশেষ উদ্যোগ

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: গঙ্গাসাগর মেলা উপলক্ষে এবার বেশকিছু শুভ সুযোগ-সুবিধার ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। পুণ্যার্থীদের সুবিধার্তে করোনা সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধী যেমন বাবুঘাট থেকে ময়দান চত্বরে বেশ কয়েকটি করোনা টেস্ট করার জন্য স্বাস্থ্য শিবির করা হয়েছে। অন্যদিকে আউটরাম ঘাট থেকে পুণ্যার্থীদের গঙ্গাসাগরের উদ্দেশ্যে পাঠানোর জন্য বাস সার্ভিসোও শুরু করা হয়েছে। হাওড়া বাস টার্মিনাস আউট রামঘাট ধর্মতলা সহ বেশ কয়েকটি জায়গা থেকে গঙ্গাসাগর যাওয়া এবং ফেরার টিকিট দেওয়া হচ্ছে। এবার প্রথম কম্বাইন্ড টিকিট কাউন্টার খোলা হয়েছে রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে। সরকারি বাসের পাশাপাশি ফেরি সার্ভিসের টিকিট এখান থেকে দেওয়া হচ্ছে যাওয়া ও আসার জন্য। হাওড়া থেকে টিকিট এর মূল্য ধার্য করা হয়েছে ২১০ টাকা। আউট রামঘাট ও ধর্মতলা থেকে ২০০ টাকা টিকিটের মূল্য ধার্য করা হয়েছে। লট নম্বর এইট থেকে যাওয়া এবং আসার জন্য ৮০ টাকার টিকিটের মূল্য ধার্য করা হয়েছে। সেই টিকিট এই সমস্ত কাউন্টার গুলি থেকে পাওয়া যাচ্ছে।
যদিও এই সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও এবং যথেষ্ট পরিমাণ বাস চালানো হলেও কভিড বিধি মেনে সেফ ডিসটেন্স বজায় রাখা এবং মুখে মাস্ক পঠরা ও স্যানিটাইজার ব্যবহার করার মত প্রটোকল গুলি অধিকাংশ উদ্যোগ মানছেন না এমন ছবি ধরা পরছে।

আরও পড়ুনঃ দেশজুড়ে শুরু ‘বুস্টার ডোজ’

অন্যদিকে গঙ্গাসাগর মেলার জন্যে মঙ্গলবার থেকে মেলা স্পেশাল বাস চালাচ্ছে রাজ্য পরিবহণ দফতর। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম ও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এই মেলা স্পে ঞবশাল বাস চালাবে ৷ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে খবর, আগামী সাত দিন তারা ৩৭০টি বাস চালাবে ।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং

এই সংখ্যক বাস দিয়ে প্রায় সাড়ে চারশো ট্রিপ করাতে চায় নিগম। অন্যদিকে রাজ্য পরিবহণ নিগম প্রায় ১১০০ বাস চালাবে ৷ এই সব বাস দিয়ে পূর্ণ্যার্থীদের আনাগোনা চলবে। এর পাশাপাশি পুলিশ কর্মীদের যাতায়াতের জন্যে থাকছে ৮৬ টি বাস। দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের জন্যে থাকছে ৫০টি বাস। মেলার প্রয়োজন মেটাতে এই সংখ্যক বাস দিয়ে করা সম্ভব বলে জানাচ্ছে রাজ্য পরিবহণ দফতর। দফতর সূত্রে খবর, সব বাস স্যানিটাইজ করা হবে। চেষ্টা করা হবে বাবুঘাট, ময়দান ও এসপ্ল্যানেড ছাড়া বাসের স্টপেজ কোথাও করা হবে না।

Topics

Gangasagar Mela Devotees  Covid19 Vaccine Health  Kolkata

Related Articles

Leave a Comment