Home জীবনধারাস্বাস্থ্য গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০,মৃত্যু ৩২ জনের

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০,মৃত্যু ৩২ জনের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যের জন্য স্বস্তির খবর। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে বাংলায়। মৃতের সংখ্যাও তিরিশের উপরেই রয়েছে এখনও। তবে একধাক্কায় অনেকটা কমে ২ শতাংশের নিচে নামল পজিটিভিটি রেট।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। সংক্রমণের নিরিখে শীর্ষে আজ ফের কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১০৮ জন। তবে অন্যান্য জেলায় সংক্রমিতের সংখ্যা ১০০-এর নিচেই। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জন।

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে পুরভোটে নির্দল প্রার্থীদের কড়া বার্তা ফিরহাদ হাকিমের

অন্যদিকে বাংলায় সুস্থতার হারও বাড়ছে। একদিনে করোনার কবলমুক্ত হয়েছেন ১৫৫৯ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.১৬ শতাংশ। ইতিমধ্যে রাজ্যে করোনা জয় করেছে ১৯ লক্ষ ৭০ হাজারের কিছু বেশি।

Topics

Bengal Covid19 Vaccine  Health Kolkata

Related Articles