কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি করোনা পজিটিভিটি রেট কমল প্রায় ১ শতাংশ। তবে মৃত্যুর হার রইল একই জায়গায় দাঁড়িয়ে।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
মঙ্গলবারের বুলেটিন অনুসারে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৪৯৪। দৈনিক সংক্রমণের হার ৭.১২ শতাংশ। পরীক্ষা হয়েছে ৬৩,১২৩টি নমুনা।
কলকাতায় ৫৯১ জন, উত্তর ২৪ পরগনায় ৫৮৩, দক্ষিণ ২৪ পরগনায় ৪২৩, মালদায় ৩০১ ও দার্জিলিংয়ে ৩২২ ও হুগলিতে ২০৯ জনের দেহে সংক্রমণ পাওয়া গিয়েছে। রাজ্যে বাকি জেলাগুলিতে সংক্রমণ ২০০-র নীচে। রাজ্যে মোট সংক্রমণ ১৯.৭৪ লক্ষ।এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৩৬ জনের।
Topics
Bengal Covid19 Vaccine Health Kolkata