কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ ঘন্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ৪০,৮৪৮টি করোনার নমুনা। তার মধ্যে ৬৭২টি নমুনায় সংক্রমণ ধরা পড়েছে। যা মোট পরীক্ষা হওয়া নমুনার ১.৬৫ শতাংশ। কলকাতায় এদিন আক্রান্ত ৮৯ জন। উত্তর ২৪ পরগনায় ৮৮ জন। রাজ্যে বাকি সব জেলায় আক্রান্তের সংখ্যা ৫০-এর নীচে। এদিন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০.১০ লক্ষ।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ২৫ জনের। তার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। ৪ জনের দক্ষিণ ২৪ পরগনায়। রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২০,৯৯০।
আরও পড়ুনঃ কালীঘাটে তৃণমূলের বৈঠকের পর ২০ জনের জাতীয় কর্মসমিতির নাম ঘোষণা
এদিন সুস্থ হয়েছেন ১,৩৪৭ জন। ফলে অ্যাক্টিভ কেস কমেছে ৭০০টি। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ১৩,৪৮৪। এদিন রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.২৯ শতাংশ।
Topics
Bengal Covid19 Vaccine Administration Kolkata