Home সংবাদসিটি টকস গভীর রাতে বিজেপির রথে ভাঙচুর, মোবাইল-ল্যাপটপ চুরির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

গভীর রাতে বিজেপির রথে ভাঙচুর, মোবাইল-ল্যাপটপ চুরির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

by Kolkata Today

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। নির্বাচন ঘোষণার দিন গভীর রাতে বিজেপির রথ ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর করেছে তৃণমূল। শুক্রবার গভীর রাতে মানিকতলার কাদাপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযোগ, গোডাউনে রাখা বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে আরও অভিযোগ, চুরি গিয়েছে এলইডি স্ক্রিন, মোবাইল ও ল্যাপটপ।

প্রচার সামগ্রী রাখার জন্য গুদামটি ভাড়া নেওয়া হয়েছিল। গতকাল গভীর রাতে সেখানেই হামলা চালায় ১৫-২০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। ভাঙচুর করা হয় ট্যাবলো। বাধা দিতে গেলে আক্রান্ত হন গুদামের নিরাপত্তা রক্ষী, গাড়ির চালক, খালাসি-সহ বেশ কয়েকজন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ। রাতই যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। পুলিসের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফুলবাগান থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Comment