Home খেলাধুলাফুটবল গুগল, ইউটিউব দেখে ডার্বি বুঝছেন ড্যানি ফক্সরা, এবার চাই ৩ পয়েন্ট

গুগল, ইউটিউব দেখে ডার্বি বুঝছেন ড্যানি ফক্সরা, এবার চাই ৩ পয়েন্ট

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ আইএসএল-এর অভিষেক ডার্বিতে এটিকে মোহনবাগানের কাছে ০-২ ব্যবধানে হেরেছিল রবি ফাওলারের এসসি ইস্টবেঙ্গল। ইন্ডিয়ান সুপার লিগ অভিযানে লাল-হলুদের প্রথম ম্যাচটাই ছিল ডার্বি। তৈরি না হয়েই মেগা ডার্বি খেলতে হয়েছিল রফিক-পিলকিংটনদের। এবার ফিরতি ডার্বিতে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবারের ডার্বির আগে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে নিজের ইচ্ছা, ভাবনার কথা জানালেন এসসি ইস্টবেঙ্গল অধিনায়ক ড্যানি ফক্স। প্রথম লেগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারতে হলেও এবার মর্যাদার লড়াইয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবেন বলে বিশ্বাস করেন ইস্টবেঙ্গল ক্যাপ্টেন।

এসসি ইস্টবেঙ্গলের মিডিয়া টিমের সঙ্গে সাক্ষাৎকারে ফক্স জানান, ‘ভারতে খেলতে আসার আগে ইউটিউবে ডার্বির অনেক ভিডিও দেখেছি। তাই এই ম্যাচের গুরুত্ব, রোমাঞ্চ সম্পর্কে ভালই জানি আমি। তবে, এই মরশুমে দর্শকদের সামনে খেলতে না পারলেও এই বিশেষ ম্যাচটা জিততে চাই। খুব ভাল লাগত দর্শকভর্তি স্টেডিয়ামের সামনে খেলতে পারলে। আমরা সবাই খুশি হতাম।’

কোভিডের কারণে গোয়ায় খেলতে হচ্ছে। কিন্তু ড্যানি ফক্সের মন পড়ে আছে কলকাতাতেই। ডার্বি নিয়ে মানুষের উন্মাদনা উত্তেজিত করেছিল এসসি ইস্টবেঙ্গলের অধিনায়ককে। তিনি বলেন, ‘গুগুল সার্চ করে আমি দেখেছি এই ডার্বি বিশ্বের অন্যতম সেরা ডার্বি। ভারতীয় ছেলেরা এই ব্যাপারটা আরও ভাল জানে। তবে এই ম্যাচে ভাল খেলতে হলে নিজেকে শান্ত রাখতে হবে। ম্যাচটা উপভোগ করতে হবে। তবেই তিন পয়েন্ট আসবে। শুক্রবারের ডার্বি জিতে মাঠ ছাড়তে চাই।’

সমর্থকরা এবার না-থাকায় মন খারাপ পিলকিংটনের। তবে, সমর্থকদের জন্যই এই ম্যাচ জিততে চান তিনি। পিলকিংটন বলেন, ‘আমরা জানি আমাদের সমর্থকরা এই ম্যাচ দেখবেন টেলিভিশনের সামনে বসে। ডার্বিটা ওঁদের জন্যই জিততে চাই। ওঁদের মুখে হাসি ফোটাতে চাই।’

Related Articles

Leave a Comment