কলকাতা টুডে ব্যুরো: করোনা সংক্রমণ প্রবল ভাবে বেড়ে গিয়েছে গত মাসের শেষ থেকে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ এই বাংলায়। যদিও করোনা তার নিজের শক্তি অনেকটাই হারিয়েছে তবুও একটি জটিল রোগ তো বটেই। মৃত্যু সংখ্যা কমলেও কিছু মানুষের মৃত্যু তো হচ্ছে,কাজেই এই অবস্থায় পুরভোট হবে সম্ভব কীনা উঠেছে প্রশ্ন বিভিন্ন মহলে।
আরও পড়ুনঃ বিজেপির বিবেক বাহিনীর হেল্পলাইন নাম্বারের সূচনা
চার পৌরনিগমের ভোট পিছিয়ে যেতে পারে ২ সপ্তাহ। এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। পুরভোট পিছনোর আবেদন জানিয়েছে তৃণমূল। তার আগে একই আবেদন জানিয়েছে বিজেপি, বামেরা। কোভিড পরিস্থিতির জেরে শুক্রবারই ভোট পিছনোর প্রস্তাব দিয়েছে আদালত। সিদ্ধান্ত নিতে কমিশনকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। পুরভোট নিয়ে শনিবার বৈঠকে বসবে কমিশন। এদিন বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে বৈঠক রয়েছে কমিশনের।
আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২২,৬৪৫জন,একদিনে রেকর্ড ২৮ জনের মৃত্যু
রাজ্যের চারটি পুরনিগমের ভোট পিছিয়ে দিলে কোনও আপত্তি নেই। শনিবার রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এমনই জানাল রাজ্য সরকার। একটি মহলের দাবি, সেই পরিস্থিতিতে শনিবার দুপুরেই চার পুরনিগমের ভোট পিছিয়ে দেওয়ার ঘোষণা করতে পারেন নির্বাচন কমিশন।
Topics
High Court SEC BJP TMC Administration Kolkata