Home খেলাধুলাফুটবল চুক্তি জট কি খুলবে? ব্রাইট-মাত্তিকে রেখে বাকি পাঁচ বিদেশিকে ছেড়ে দিচ্ছেন ফাওলার

চুক্তি জট কি খুলবে? ব্রাইট-মাত্তিকে রেখে বাকি পাঁচ বিদেশিকে ছেড়ে দিচ্ছেন ফাওলার

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ অভিষেক আইএসএলে ভরাডুবি হয়েছে ইস্টবেঙ্গলের। এগারো দলের লিগে নয় নম্বরে শেষ করেছে দল। তা সত্ত্বেও কোচ রবি ফাওলারের উপর ভরসা রাখছে শ্রী সিমেন্ট। লিভারপুল কিংবদন্তির সঙ্গে দু’বছরের চুক্তি রয়েছে এসসি ইস্টবেঙ্গলের। তাছাড়া শ্রী সিমেন্ট কর্তারা মেনে নিচ্ছেন, এবার প্রস্তুতির সুযোগ পাওয়া যায়নি। কোচ গোটা দলকে বুঝে ওঠার সময় পাননি। বিশেষ করে ভারতীয় ফুটবলারদের। তাই রবি ফাওলারেই আস্থা রাখছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

রবিবার গোয়ায় রবি ফাওলারের সঙ্গে বৈঠকে বসেছিলেন শ্রী সিমেন্ট কর্তারা। কোচের কাছ থেকে কর্তারা জেনে নেন এই বছর কোথায় খামতি ছিল। আগামী মরসুমের জন্য কোথায় পরিবর্তন দরকার। এই ব্যাপারে কোচের কাছ থেকে ময়নাতদন্তের একটা রিপোর্ট চেয়েছেন কর্তারা। জানা যাচ্ছে, আগামী মরসুমের জন্য ফুটবলারদের একটা প্রাথমিক তালিকাও কর্তাদের হাতে তুলে দিয়েছেন রবি ফাওলার। যেখানে এবারের সাত বিদেশির মধ্যে মাত্র দুই বিদেশিকে রেখে দিতে চাইছেন ব্রিটিশ কোচ। এই দুজন বিদেশি হলেন ব্রাইট এনোবাখারে ও মাত্তি স্টেইনম্যান। ভারতীয়দের মধ্যে রফিক, দেবজিৎ, সার্থক, সৌরভ, নারায়ণ দাসদের নাম আছে বলে জানা যাচ্ছে।

কোচের সঙ্গে বৈঠক হলেও আগামী মরসুমের দলগঠন বা ব্রাইটের মতো ফুটবলারের সঙ্গে চুক্তি নবীকরণ আটকে থাকবে যতক্ষণ না ক্লাবের পুরনো কর্তারা বিনিয়োগকারী সংস্থার মূল চুক্তিপত্রে সই করছে। কর্তারা চুক্তি সই করে শ্রী সিমেন্টের কাছে কাগজপত্র পাঠালেই যাবতীয় জট কাটবে। ক্লাব কর্তারা চুক্তিতে সই না করলে ক্লাবের সঙ্গে বিচ্ছেদের রাস্তায় হাঁটার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিনিয়োগকারী সংস্থার কর্তারা।

শ্রী সিমেন্টের তরফে ৩১ মার্চ পর্যন্ত চূড়ান্ত সময়সীমা দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। শোনা যাচ্ছে, চুক্তি-জট কাটাতে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দুবাই থেকে কলকাতায় এসে পুরনো কর্তাদের সঙ্গে মিটিং করতে পারেন শ্রী সিমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুর। এই জট না কাটলে আগামী মরসুমের দলগঠন নিয়ে এক পা-ও এগোতে পারবেন না শ্রী সিমেন্ট কর্তারা।

Related Articles

Leave a Comment