Home সংবাদ ‘চোর পালালে বুদ্ধি বাড়ে,’ বিধিনিষেধ নিয়ে সরকারকে তোপ সুকান্তর

‘চোর পালালে বুদ্ধি বাড়ে,’ বিধিনিষেধ নিয়ে সরকারকে তোপ সুকান্তর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরা: রাজ্যে পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বর্ষবরণের জনউল্লাস যে বড় বিপদ ডেকে আনতে পারে সেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে সরাসরি রাজ্য সরকারকেই তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস

রাজ্য সরকারের জারি করা বিধিনিষেধ নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার রবিবার বলেন, চোর পালালে বুদ্ধি বাড়ে, এটা আরও আগে করা গেলে ভালো হতো। দক্ষিণ দিনাজপুর জেলার ফুলবাড়িতে বিজেপির জেলা কিষাণ মোর্চার ডাকে ‘কৃষি বাঁচাও কৃষক বাঁচাও’ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। রাজ্যের কৃষকদের স্বার্থরক্ষার ব্যাপারে বিজেপি নেতৃত্ব বক্তব্য রাখে। সেখানে প্রধান বক্তা ছিলেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন : সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লাইফ লাইন লোকাল ট্রেন,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

তিনি বলেন, আজকের পর কৃষকদের নিয়ে তাঁদের সমাবেশ বন্ধ রাখা হবে। তবে পুর নির্বাচনের কাজ ও সভা চলবে। এই পরিস্থিতিতে পুর নির্বাচন করা সম্ভব কি না, তা রাজ্য নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, সন্ধে সাতটার পর ট্রেন না চালানোর নির্দেশ যদি রাজ্য সরকার দিয়ে থাকে, তবে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষের বাড়ি ফিরবার বিকল্প ব্যবস্থা রাজ্য সরকারের করা উচিত।

আরও পড়ুন : করোনা নিয়ে শাসক-বিরোধীর অব্যাহত অভিযোগের পালা

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের ত্রিপুরা সফর নিয়ে বলেন, বাংলাকে নষ্ট করেছেন। এখন ত্রিপুরাকে নষ্ট করার জন্য গিয়েছেন। কিন্তু একাজে উনি সফল হবেন না।

আরও পড়ুন : সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লাইফ লাইন লোকাল ট্রেন,সন্ধ্যে ৭টার পর বন্ধ লোকাল ট্রেন

শুধু সুকান্ত নন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। শুভেন্দু অভিযোগ করেন পার্কস্ট্রিটের ওই জনজোয়ার কেন আটকানো গেল না? অনুরূপ প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা। অন্যদিকে, গঙ্গাসাগর মেলার আয়োজন নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পাল্টা, তা নিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, গঙ্গাসাগরের মেলা বা উৎসব উদযাপন তিনি আটকাতে পারেন না। যাঁরা উদযাপন করবেন তাঁরা  কোভিড বিধি মেনেই করবেন বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Topics

Mamata Banerjee Sukanta Majumdar Covid19 Vaccine Health Kolkata

Related Articles

Leave a Comment