কলকাতা টুডে ব্যুরো: তৃণমূল অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দল সেই দলের প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা সকলের মধ্যেই থাকে সেটা না হলে অনেক সময় অনেকের মন ভেঙে যায় তবে দলের স্বার্থে সকলে এক হয়ে কাজ করে শনিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্তব্য করলেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন টিকিট না পেয়ে যাব সেটা সাময়িক সব দলেই এমন ঘটনা ঘটে থাকে। তিনি বলেন তারই অংশ হচ্ছে এই প্রতিবাদ। তবে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। আগামী দিনে সকলেই সেটা বুঝবেন এবং দলের স্বার্থে একত্রিত হয়ে আবারো কাজ করবেন বলে মন্তব্য করলেন বাবুল।
আরও পড়ুনঃ ‘দুয়ারে সরকার বাতিল দেখে বোঝা যাচ্ছে, আদৌ এটাই সঠিক পরিসংখ্যান কী!’ আক্রমণ শমীকের
পাশাপাশি বাবুল সুপ্রিয় দিন বলেন আসানসোলে প্রচারের জন্য যাবেন তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি অঞ্চলের বাসিন্দাদের কাছে অনুরোধ করেন যে তৃণমূল কংগ্রেসের হাত আসানসোলে ও শক্ত করতে। তিনি বলেন আসানসোলে মানুষের স্বার্থে কাজ করবে তৃণমূল এবং যেদিকগুলো এখনো পর্যন্ত খামতি রয়েছে সে সমস্ত কাজ সম্পন্ন করা হবে।
আরও পড়ুনঃ করোনার জের ,কলকাতা হাইকোর্টের সব মামলার শুনানি ভার্চুয়াল
এছাড়াও এদের করণা বাড়বাড়ন্ত নিয়ে মানুষকে সতর্ক বার্তা দেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন অমিক্রণ যেভাবে দ্রুততার সঙ্গে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে সে কারণে সাবধানতার ক্ষেত্রে কোন ব্যক্তি যেন ত্রুটি না রাখে। সমস্ত কভিদ বিধি মেনে চলার পরামর্শ দিলেন তিনি।
Topics
Babul Supryo BJP TMC Administration Kolkata