নিজস্ব প্রতিনিধিঃ রবিবার ২১ ফেব্রুয়ারি রাজ চক্রবর্তীর জন্মদিন। এই বিশেষ দিনটায় হাবি রাজ’কে আদরে, ভালবাসায়, প্রেমে,বন্ধুত্বে ভরিয়ে দিলেন স্ত্রী শুভশ্রী। ইনস্টাগ্রামে পোস্ট করলেন তাঁদের ঘনিষ্ঠ ছবি। রাজ চক্রবর্তী আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক আর নায়িকার এই জুটি টলিপাড়ার সবার প্রিয়। ভক্তরা এই জুটির জন্য যথেষ্ট কৌতূহলী। ভালবেসে ফ্যানরা আবার এই জুটির নাম দিয়েছেন রাজশ্রী। এই লভ বার্ডসদের নিয়ে সবসময়ই উন্মাদনার পারদ থাকে ঊর্ধ্বমূখী।
তাঁরা কখন কী করছেন, কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন…সবকিছু নিয়েই মানুষের কৌতূহল। রাজ-শুভশ্রীও অবশ্য এই ব্যাপারটা বেশ জমিয়ে উপভোগ করেন।তাই দু’জনেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের অনেক ঘনিষ্ট ছবি শেয়ার করেছেন। নিজেদের জীবনের অনেক মুহূর্ত, অনেক কথাই ভক্তদের সঙ্গে জানান তাঁরা ।
তার উপরে আজকের দিনটা তো খুবই স্পেশ্যাল। আজ ২১ ফেব্রুয়ারি রাজের জন্মদিন। সকাল থেকেই একের পর এক শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছে সোশ্যাল মিডিয়ার পাতা। ঘরে নতুন সদস্য আসার পর এটাই ‘বাবা’ রাজের প্রথম জন্মদিন।তাই অন্যান্যবারের তুলনায় এই বছরটা একটু বিশেষ তো বটেই।