কলকাতা টুডে ব্যুরো: তিন পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি।বিধাননগর, চন্দননগর এবং আসানসোল- তিন পুরনিগমের প্রার্থীতালিকা প্রকাশ করল তারা।তিন পুরসভার প্রার্থী তালিকাতেই স্থানীয়দের প্রাধান্য দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বর্ষবরণে মহানগরকে মুড়িয়ে ফেলা হল নিরাপত্তার চাদরে
প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার আগে বিধাননগর, চন্দননগর এবং আসানসোলের প্রার্থীতালিকানিয়ে গেরুিয়া শিবিরের রাজ্য কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যরা।
শুক্রবার দলের রাজ্য দফতরে প্রার্থী তালিকা প্রকাশ করেন শমীক ভট্টাচার্য, সাংসদ অর্জুন সিং এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
Topics
Samik Bhattcharya BJP TMC Administration Kolkata