কলকাতা টুডে ব্যুরো: ”দলের সিদ্ধান্ত খুবই কড়া হবে৷ তবে যারা নির্দল হিসাবে দাঁড়াচ্ছেন, তারা নিজেদের ওজন বুঝে যাবেন। মমতা বন্দোপাধ্যায়ের ছবি সরে গেলে কী হয়, সেটা ভোটের ফলেই বুঝতে পারবেন।” কার্যত এই ভাষাতেইযারা পুরভোটে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন তাদের বিরুদ্ধে এই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের
তিনি বলেন, ”বিজেপির রাজনীতির স্বাভাবিক মৃত্যু হওয়ার সময় এসে গেছে। আস্তে আস্তে দেশ থেকে মুছে যাবে। কাঁথি পুরসভায় হারবে বলেই অধিকারী পরিবারের কেউ দাঁড়াতে চায়নি। শুভেন্দুর ভাইও তাই দাঁড়াল না।”
ভোটে লড়ার টিকিট না পেয়ে তৃণমূল ত্যাগ করে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকেই। সোনারপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সভাপতি উত্তম দাস, তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। পুরনির্বাচনে দলের টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার বিদায়ী পুরপ্রধান সুভাষ দত্তও। বিভিন্ন জায়গায় তৃণমূলের কোন্দলও প্রকাশ্যে এসেছে।
Topics
Firhad Hakim BJP TMC Administration Kolkata