Home রাজনৈতিক তৃণমূল ছেড়েই টুইটার থেকে মমতার ছবি সরিয়ে দিলেন দীনেশ ত্রিবেদী

তৃণমূল ছেড়েই টুইটার থেকে মমতার ছবি সরিয়ে দিলেন দীনেশ ত্রিবেদী

by Kolkata Today

কলকাতা টুডে: রাজ্যসভায় বলতে উঠে নাটকীয়ভাবে তৃণমূল দল ও সাংসদপদ ছাড়ার কথা ঘোষণা করেছেন দীনেশ ত্রিবেদী। বলেছেন, তাঁর দমবন্ধ লাগছে। তৃণমূল এবং সাংসদপদ ছাড়ার নাটকীয় ঘোষণার পর রাজ্যসভা থেকে বেরিয়ে এসে দীনেশ ত্রিবেদী বললেন, ‘আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলে যোগ দিয়েছিলাম। এখন দল মমতার হাতে নেই।’ পাশাপাশি নিজের টুইটার হ্যান্ডলের প্রোফাইল-ব্যানার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে ফেললেন দীনেশ।

বুধবার থেকেই জল্পনা চলছিল। বেসরকারি পুঁজির প্রশংসা করে প্রধানমন্ত্রীর করা টুইট দীনেশ ত্রিবেদী সেদিন পূর্ণ সমর্থন করে রিটুইট করেন। তা যদি দলবদলের জল্পনার প্রথম ধাপ হয়, তা হলে শুক্রবার যা ঘটল, তা থ্রিলার জমিয়ে দিল আরও। ইস্তফার পরেই হঠাৎ কিছুক্ষণের জন্য দীনেশের টুইটার অ্যাকাউন্ট উধাও হয়ে যায়। ঘণ্টাখানেক পরেই ফের অ্যাকাউন্টের খোঁজ মেলে। তবে ততক্ষণে অ্যাকাউন্টের ব্যানার ছবি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরে গিয়েছেন। এসেছে জাতীয় পতাকা ও স্বামী বিবেকানন্দের ছবি। কেন? জল্পনার আগুনে ঘি পড়েছে তার পরও। কারণ, এতদিন দীনেশের টুইটারে ফলোয়ার হিসাবে ছিলেন না পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। ইস্তফা পরবর্তী দীনেশকে ‘অনুসরণ’ করতে শুরু করলেন তিনি।

পশ্চিমবঙ্গে বিজেপি-র পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘দীনেশজি অনেকটা সময় নিয়ে ফেললেন। তবে বিজেপি-তে এলে ওঁকে স্বাগত।’ তৃণমূলকে তাঁর তোপ, ‘কোনও ব্যক্তি তৃণমূলে থেকে সম্মান নিয়ে কাজ করতে পারবেন না। একবার এয়ারপোর্টে আমার সঙ্গে দীনেশজির দেখা হয়েছিল। উনি বলেছিলেন, তৃণমূলে থেকে আর কাজ করতে পারছেন না। দলের অবস্থা খুব খারাপ।’

ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘দীনেশ ত্রিবেদী ভাল মানুষ। খারাপ পার্টিতে ফেঁসে গিয়েছিলেন।’

Related Articles

Leave a Comment