Home ভিডিও দক্ষিণ 24 পরগনা জেলা সদর দফতরে বুস্টার ডোজ শুরু হল

দক্ষিণ 24 পরগনা জেলা সদর দফতরে বুস্টার ডোজ শুরু হল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: করোনা যোদ্ধাদের বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে 10 তারিখ থেকে। সেই মতোই শুক্রবার দক্ষিণ 24 পরগনা জেলা সদর দফতরে বুস্টার ডোজ শুরু হল। দক্ষিণ 24 পরগনা জেলাশাসক পি. উলগানাথন নিজে বুস্টার ডোজ নিয়ে এর শুভ সূচনা করেন।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

দক্ষিণ 24 পরগনা জেলাশাসক পি. উলগানাথন আরও বলেন করোনা যোদ্ধাদের সঙ্গে ষাটোর্ধ্ব বয়সী নাগরিকদেরও এই বুষ্টার্ড নেওয়া অত্যন্ত প্রয়োজন । সাংবাদিকদের আরো জানান দক্ষিণ 24 পরগনার করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়ে গেছে ,এটা সম্ভব হয়েছে সকলের ঐকান্তিক সহযোগিতায় ।

Topics

Bengal  Covid19 Vaccine Health  Kolkata

Related Articles

Leave a Comment