কলকাতা টুডে ব্যুরো: ভবানীপুরে ৫৮,২৬৩ ভোট পেয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেখানে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রাপ্তি ২৬,৪২৮ টি ভোট৷ ভবানীপুরে এ দিন প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সকাল থেকে যত সময় এগিয়েছে, ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের ব্যবধান চওড়া হয়েছে৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে প্রথম থেকেই নিশ্চিত ছিলেন তাঁর সৈনিকরা রবিবার ভোট গণনার শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই তারা বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবেন শোভন দেব চট্টোপাধ্যায় রবিবার সকালেই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কমপক্ষে পঞ্চাশ হাজার বেশি ভোটে জয়লাভ করবেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের অপর প্রধান সৈনিক ফিরহাদ হাকিম এই নির্বাচনে যিনি তার নেতৃত্বে দিনরাত এক করে পরিশ্রম করেছিলেন তিনিও সকালেই নিশ্চিত ছিলেন যে এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন।
প্রথম কয়েক রাউন্ডের পরই ভবানীপুরে কী হতে চলেছে, তার ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়৷ ফলে সকাল থেকে বিজেপি রাজ্য দফতরে যে শূন্যতা ছিল, তা আর পূরণ হয়নি৷ ভবানীপুরে ভোটের সম্ভাব্য ফল নিয়ে বিজেপি-র অবস্থান কী হবে, তা আগে থেকেই ঠিক করা ছিল৷ ভবানীপুরে ভোটের পর বিজেপি-র অঙ্ক ছিল, ভোটের হার বাড়লে মুখ্যমন্ত্রীর জয়ের ব্যবধান কমবে৷ কিন্তু বিজেপি-র সেই হিসেব মেলেনি৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ইঙ্গিত পাওয়া মাত্রই তৃণমূল সমর্থকদের আনন্দ উৎসব শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক মদন মিত্র নিজের এলাকায় দীপাবলির আগেই দীপাবলি পালন করেন রবিবার। তিনি আনন্দ-উৎসবে মেতে ওঠেন। রবিবার ফের দিদির জয় উজ্জাপিত করতে কালারফুল মদন যেন আরো কালারফুল হয়ে ওঠেন।
ফলাফল সামনে আসার পরেই ফিরহাদ হাকিম বলেন এ জয় নিশ্চিত ছিল তিনি আরো বলেন এ জয় শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের তার নিজেরও জয়।
Topics
Mamata Banerjee Sobhandeb Chatterjee Firhad Hakim Madan Mitra BJP TMC Administration Kolkata