Home ভিডিও ‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন,সেই যন্ত্রণা থেকে আমাকে ডাকতে দেননি,’- শুভেন্দু

‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন,সেই যন্ত্রণা থেকে আমাকে ডাকতে দেননি,’- শুভেন্দু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: এই প্রথম কলকাতার রেড রোডে রাজ্যের প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ জানানো হয়নি রাজ্যের বিরোধী দলনেতাকে। সে ঘটনার তীব্র সমালোচনা করেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামে প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠান উদযাপিত করেন শুভেন্দু অধিকারী ।সেখানে তিনি পতাকা উত্তোলন করেছেন।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, “ক্যান্সারের ওষুধ বেরিয়েছে। কিন্তু হিংসার ওষুধ এখনও বেরোয়নি। যেহেতু আমার কাছে তিনি নন্দীগ্রামে হেরে বাড়ি গিয়েছেন এটা চিরদিন লেখা থাকবে। হেরেছি হেরেছি হেরেছি”।

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

তিনি বলেন, “স্বাধীনতার পরে এই প্রথম হয়েছে  রাজ্যে প্রজাতন্ত্র দিবস পালন হচ্ছে। অথচ সেই অনুষ্ঠানেই আমন্ত্রণ পেলেন না খোদ বিরোধী দলনেতা। গত বছরও আব্দুল মান্নানকে এই কোভিডের মধ্যেও কার্ড দেওয়া হয়েছিল। সঙ্গে ফোন করা হয়েছিল আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই বছর তা হল না। আমার মনে হয় নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি। তাঁর নির্দেশেই হয়েছে এটা।” এরপর শুভেন্দু জানান, ” আপনারা জানেন ক্যান্সারেরও কেমো বেরিয়েছে। কিন্তু হিংসার কোনও ওষুধ বের হয়নি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসা। যেহেতু আমার কাছে তিনি নন্দীগ্রামে হেরে বাড়ি গিয়েছেন এটা চিরদিন লেখা থাকবে, হেরেছি হেরেছি হেরেছি”।প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শুভেন্দু বলতে শুরু করেন, ” বহু জায়গায় শিলান্যাস হয় এবং তাতে শেওলা পড়ে। আমি অন্তত যেটা বলি করার চেষ্টা করি।”

বুধবার রেড রোডে পালিত হয় প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে পাশাপাশি দেখা যায় রাজ্যপাল , মুখ্যমন্ত্রী ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সৌজন্য বিনিময় হয়। কিন্তু আমন্ত্রিতের তালিকায় ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা।

Topics

Suvendu Adhikary BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment