কলকাতা, ৮ ফেব্রুয়ারি: রবিবার হলদিয়ার জনসভা থেকে একের পর এক আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে অন্যতম ছিল, প্রধানমন্ত্রী কিষাননিধি প্রকল্প বাংলায় বাস্তবায়িত না-হওয়া নিয়ে তোপ। সোমবার বাজেট নিয়ে বিধানসভায় বলতে উঠে প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রকল্পটি পশ্চিমবঙ্গে বাস্তবায়িত না করলেও রাজ্যের ২৫ লক্ষ কৃষক অনলাইনে কেন্দ্রের কিষাননিধির জন্য আবেদন করেন। তাতে চাপে পড়েছে রাজ্য সরকার। এখন বলছে, প্রকল্পটি চালু করতে রাজি। কিন্তু এখন পর্যন্ত ২৫ লাখের মধ্যে মাত্র ৬ হাজার কৃষকের নামের তালিকা তৈরি করতে পেরেছে। কিন্তু তাদের অ্যাকাউন্টেও কেন্দ্র টাকা দিতে পারছে না। কারণ, তাদের ব্যাঙ্ক ডিটেইলসই দেওয়া হয়নি।
এদিন মোদীর অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদীর সবসময় মিথ্যা কথা বলা অভ্যাস হয়ে গিয়েছে। কেন্দ্র সরকার একটা আলাদা পোর্টাল করেছে। আমাদের ভেরিফিকেশন করতে বলেছে। ৬ লক্ষ কৃষকের মধ্যে আমরা ইতিমধ্যেই ২.৫ লক্ষ ভেরিফিকেশন করেও পাঠিয়েছি। আর কী করতে পারি!’ মুখ্যমন্ত্রী আরও বললেন, ‘আমরা চাই ভাগচাষীদের সঙ্গে খেত মজুররাও কৃষকনিধির সুবিধা পাক। আমাদের যে প্রকল্প আছে তাতে এক কাঠা জমি থাকলেও কৃষকবন্ধুর সুবিধা পান চাষীরা। আর ওদের প্রকল্পে ২ একর জমি যাদের আছে তাদের দিচ্ছে।’
সোমবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য বাজেটের সমালোচনা করা বিরোধীদের একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, ‘বাজেট নিয়ে কেউ কেউ রাজনীতির কথা বলছেন। এটাকে ভোটের ইস্তাহার বলছেন। আর যদি ভোটের ইস্তাহারই হয়, কোনও অসুবিধা আছে কী? সবই তো মানুষের জন্য।’