Home খেলাধুলাক্রিকেট নাইটদের হয়ে আইপিএল খেলার জন্য টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন শাকিব

নাইটদের হয়ে আইপিএল খেলার জন্য টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন শাকিব

by Kolkata Today

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: আইসিসি-র নির্বাসনের কারণে গত আইপিএলে খেলা হয়নি শাকিব আল হাসানের৷ ২০২১ আইপিএলে ফের নাইটদের জার্সিতে দেখা যাবে বাংলাদেশি অল-রাউন্ডারকে৷ বৃহস্পতিবার চতুর্দশ আইপিএল নিলামে শাকিবকে কেনে কলকাতা নাইট রাইডার্স৷ কেকেআর-এর হয়ে পুরো মরশুম আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন শাকিব৷

তাদেরই প্রাক্তন ক্রিকেটারকে দলে নিতে নাইটদের খরচ করতে হয়েছে ৩ কোটি ২০ লক্ষ টাকা৷ চার বছর পর ফেরে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরেলন শাকিব৷ ৩৩ বছরের বাংলাদেশি অল-রাউন্ডারের জন্য নিলামে লড়াই করতে হয় পঞ্জাব কিংসের সঙ্গে৷ ২০১৮ সালে শাকিবকে ছেড়ে দিয়েছিল কেকেআর৷ একাদশ আইপিএল নিলামে প্রাক্তন বিশ্বের এক নম্বর অল-রাউন্ডারকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ৷ কিন্তু ২০২০ আইসিসি এক বছরের নির্বাসনের কারণে শাকিব রিলিজ করে দেয় সানরাইজার্স৷ হায়দরাবাদের থেকে রিলিজ হয়ে ফের নাইটদের সংসারে ফিরলেন শাকিব৷

নাইটদের হয়ে পুরো মরশুম আইপিএল খেলার জন্য দেশের হয়ে টেস্ট সিরিজ না-খেলার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশি অল-রাউন্ডার৷ ২০২১ আইপিএল কখন হবে, এখনও ঠিক না-হলেও এপ্রিলে আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ ছুটির আবেদন করেন শাকিব৷ তাঁর আবেদনে সাড়া দিয়ে বিসিবি ছুটি মঞ্জুর করে৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আক্রম খান শাকিবের ছুটির ব্যাপারটি নিশ্চিত করেছেন৷ লঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে না-খেললেও তার আগে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে পারেন শাকিব৷

আক্রম খান বলেন, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে চেয়ে শাকিব সম্প্রতি বোর্ডকে একটি চিঠি দিয়েছে৷ কারণ ও আইপিএলের পুরো মরশুম খেলতে চায়৷ আমরা ওকে অনুমতি দিয়েছি৷ কারণ যে খেলতে চায় না, থাকে দলে রাখার কোনও মানে হয় না৷’ বাংলাদেশি অল-রাউন্ডারের ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল অভিষেক ঘটে৷ এখনও পর্যন্ত আইপিএলে ৬৩টি ম্যাচ খেলেছেন তিনি৷ দু’টি হাফ-সেঞ্চুরিসহ মোট ৭৪৬ রান রয়েছে শাকিবের ঝুলিতে৷ স্ট্রাইক-রেট ১২৬.৬৫৷ এখনও পর্যন্ত আইপিএলে ২০টি ছক্কা হাঁকিয়েছেন৷ বল হাতে ৫৯টি উইকেট নিয়েছেন৷ সেরা বোলিং ১৭ রানে তিন উইকেট৷ নাইট জার্সিতেও ব্যাটে ও বলে ভালো পারফর্ম করেছিলেন তিনি৷ ২০১২ ও ২০১৪ সালে কেকেআর-এর আইপিএল চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন শাকিব৷ দ্বাদশ আইপিএল মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি৷ দীর্ঘ কয়েক বছর নাইটদের সংসারে থাকার পর একাদশ আইপিএল নিলামের তাঁকে ছেড়ে দিয়েছিল কেকেআর৷

Related Articles

Leave a Comment