কলকাতা টুডে ব্যুরো: “নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে আজকের ভারতবর্ষে এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও বেকারত্ব থাকত না”,শনিবার নদিয়ার কল্যাণীতে একটি দলীয় বৈঠকে এসে একথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বললেন,”মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অংশগ্রহণ করেননি পশ্চিমবঙ্গের আইএএস ও আইপিএসরা। আইপিএস, আইএএস এবং আইএফএসর আধিকারিকদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এরপর আর কোনও অফিসার মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না। ”
আরও পড়ুনঃ খামখেয়ালী আবহাওয়ার ইঙ্গিত ,রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর
শুভেন্দুবাবুর দাবি, মুখ্যমন্ত্রীর দফতর থেকে তাঁর সচিব গৌতম সান্যাল জেলাশাসকদের প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অংশগ্রহণ না করতে নির্দেশ দিয়েছিলেন।তিনি আরও অভিযোগ করেন, জেলাশাসক, পুলিশ সুপার-সহ সেন্ট্রাল ক্যাডারের আধিকারিকরা কেন্দ্রীয় সরকারের সব সুযোগ-সুবিধা গ্রহণ করেন। অথচ চলেন রাজ্য সরকারের কথায়। এই আইন সংশোধন হলে এই জেলাশাসকরাই আর মুখ্যমন্ত্রী কথা শুনবেন না।
আরও পড়ুনঃ ‘নরেন্দ্র মোদী শিলান্যাস করেন এবং সর্বনাশ করেন,’ পদ্ম শিবিরকে পাল্টা আক্রমণ ফিরহাদের
সংবাদমাধ্যম তৃণমূলকে ত্রিপুরায় গাছে তুলে দিয়েছিল। গোয়াতেও তাই হচ্ছে, শনিবার তৃণমূলকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।
Topics
Suvendu Adhikary BJP TMC Administration Kolkata