Home সংবাদ পামেলার সঙ্গে ঝামেলায় গ্রেফতার রাকেশ সিং, ধৃত দুই পুত্রও

পামেলার সঙ্গে ঝামেলায় গ্রেফতার রাকেশ সিং, ধৃত দুই পুত্রও

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: দিনভর টানটান উত্তেজনার পর মঙ্গলবার রাতে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিং। মঙ্গলবার রাতে তাঁকে বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের রাওডি শাখার পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর থেকেই রাকেশ সিংয়ের খোঁজ করছিল পুলিশ। এদিন রাতে তাঁর মোবাইল লোকেশন ট্র‍্যাক করে রাকেশকে গ্রেফতার করা হয়। আরও জানা গিয়েছে, রাকেশ গাড়িতে করে পালাচ্ছিলেন, সে সময় নাকা চেকিংয়ের সময় তিনি ধরা পড়ে যান। রাতেই তাঁকে কলকাতায় আনা হচ্ছে। এদিন রাকেশকে গ্রেফতার করার কিছুক্ষণ আগেই তাঁর দুই ছেলেকে আটক করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

উল্লেখ্য, মাদককাণ্ডে গ্রাফতার হওয়া বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী রাকেশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তারপরেই এদিন তাঁকে তলব করে পুলিশ। কিন্তু সেই হাজিরা এড়ান রাকেশ। পুলিশকে তিনি জানান দিল্লি যাচ্ছেন। ২৬ তারিখ পুলিশের সঙ্গে দেখা করবেন।

কলকাতা হাইকোর্টেও তিনি আগাম জামিনের আবেদন জানান, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর থেকেই রাকেশের সন্ধান মিলছিল না। এরপরেই দুপুরে রাকেশের বাড়ি যায় পুলিশ। কিন্তু প্রথমে পুলিশকে বাড়িতে ঢুকতে দেয়নি রাকেশের দুই ছেলে। পড়ে পুলিশ বাড়িতে ঢুকে তল্লাশি চালায়।

Related Articles

Leave a Comment