Home সংবাদবর্তমান আপডেট পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের ‘অপা’-য় মাটি শাবল দিয়ে মাটি কুপিয়ে তল্লাশি ED-র

পার্থ-অর্পিতার শান্তিনিকেতনের ‘অপা’-য় মাটি শাবল দিয়ে মাটি কুপিয়ে তল্লাশি ED-র

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:SSC দুর্নীতিকাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে পার্থ-অর্পিতার আরও সম্পত্তি। এবার শান্তিনিকতনের অপা-য় ইডি-র হানা। বুধবার সকালে কলকাতা থেকে ইডি-র ৬ গাড়ির কনভয় অপা-য় পৌঁছয়। কেয়ারটেকারের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে ঢোকেন ইডি-র তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় বেশ কিছু নথি। শান্তিনিকেতনের ওই বাড়িতে কারা আসতেন, সে সম্পর্কে কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক জায়গায় মাটি খোঁড়া থাকায় সেখানে শাবল দিয়ে মাটি কুপিয়ে দেখছেন ইডি-র তদন্তকারীরা।

স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের আরও সম্পত্তির হদিশ পেতে সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করল ইডি। সাতসকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ৬টি গাড়ির কনভয়। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

অন্যদিকে বুধবার আদালতে তোলা হবে পার্থ অর্পিতা কে। নিজেদের হেফাজতের নেওয়ার মেয়াদ আরো বাড়াতে চান ইডি আধিকারিকরা।

Topics

SSC Scam  ED Partha Chatterjee Administration Kolkata

Related Articles