Home ভিডিও পেগাসাস ইস্যু নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের পালা বঙ্গ রাজনীতিতে

পেগাসাস ইস্যু নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের পালা বঙ্গ রাজনীতিতে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আড়িপাতা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । সফ্টওয়ার ব্যবহার করে রাজ্যের বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেন বালুরঘাটের বিজেপি সাংসদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরুদ্ধে এই অভিযোগে সরব হয়েছেন তিনি। তিনি বলেন, “আমি যতদূর আইন জানি, পেগাসাস কেন্দ্র ও রাজ্যের যেকোনও তদন্তকারী সংস্থা ব্যবহার করতে পারে। আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত খবর এসেছে পশ্চিমবঙ্গ পুলিশ বিভিন্ন বিরোধী নেতাদের ফোনে আড়ি পাততে পেগাসাস ব্যবহার করেছে।”

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

‘বাঁচবার জন্য গান্ধীজির মৃত্যুবার্ষিকী পালন করছে বিজেপি’, এদিন শুরুতেই গেরুয়া শিবিরকে তোপ দাগেন কলকাতার মেয়র। তিনি বলেন পেগাসাস ইস্যুর জন্য বিপাকে পড়বে মোদি সরকার।

আরও পড়ুনঃ ‘রাজ্যপালের আলোচনার আহবানকে গ্রহণ করুন মুখ্যমন্ত্রী,’ বললেন সুকান্ত

প্রসঙ্গত, পেগাসাস নিয়ে সোমবার থেকে শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনও উত্তাল হতে পারে। কারণ সম্প্রতি মার্কিন এক সংবাদপত্রের রিপোর্টে প্রকাশিত হয়েছে, ২০১৭ সালে ইজরায়েলের থেকে ২০০ কোটি টাকা খরচ করে পেগাসাস সফ্টওয়ার কিনেছিল ভারত সরকার। ওই সংবাদ পত্রের দাবি ছিল পেগাসাসের পাশাপাশি আরও বেশকিছু প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য মোট ১৫ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ভারত সরকারের। পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পাশপাশি জাতীয় রাজনীতি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে সকলের।

 

Topics

Firhad Hakim BJP TMC Administration Kolkata

 

Related Articles

Leave a Comment