কলকাতা টুডে ব্যুরো:প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে ৷ তাঁর বয়স হয়েছিল ৭২৷ আজ মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ দীর্ঘদিন ধরেই কিডনি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন ক্রেতা সুরক্ষা মন্ত্রী ৷ সাধন পান্ডের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের প্রবীণ মন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও৷
গত বছর জুলাই মাসে সেরিব্রাল অ্যাটাকের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছু দিন ভেন্টিলেশনেও ছিলেন। এরপর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে মুম্বইয়ের এক হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। অসুস্থতার কারণে কাজ করতে না পাওয়ায় সাধন পাণ্ডের দফতর সুব্রত মুখোপাধ্যায়কে সামলাতে দিয়েছিলেন মমতা।
Topics
Sadhan Pandey BJP TMC Administration Kolkata