Home খেলাধুলাফুটবল প্রশান্ত ডোরার নামে বৃত্তি চালুর উদ্যোগ, স্মৃতিচারণায় তিন প্রধানের কর্তা, সতীর্থ ও প্রাক্তনরা

প্রশান্ত ডোরার নামে বৃত্তি চালুর উদ্যোগ, স্মৃতিচারণায় তিন প্রধানের কর্তা, সতীর্থ ও প্রাক্তনরা

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য প্রয়াত প্রাক্তন ভারতীয় ফুটবলার প্রশান্ত ডোরার নামে বৃত্তি চালুর প্রস্তাব। উদ্যোগী হলেন বিশিষ্ট চিকিৎসক গৌতম খাস্তগীর।

বৃহস্পতিবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রশান্তর স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন তিন প্রধানের কর্তারা। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান তিন ক্লাবেরই জার্সি গায়ে চাপিয়ে খেলেছিলেন প্রশান্ত। ছিলেন প্রশান্তর স্ত্রী সৌমি, ছেলে আদিত্য ও দাদা আর এক প্রাক্তন ভারতীয় ফুটবলার হেমন্ত ডোরা। প্রশান্তর স্মৃতিচারণা করেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, সত্যজিৎ চট্টোপাধ্যায়, সংগ্রাম মুখোপাধ্যায়, অনিত ঘোষ, রহিম নবিরা।

চিকিৎসক গৌতম খাস্তগীর ইস্টবেঙ্গল ক্লাবকে প্রস্তাব দেন প্রশান্ত ডোরার নামে একটা বৃত্তি চালুর জন্য। তিনি নিজেই নিচ্ছেন উদ্যোগ। বলেন, ‘আমার সঙ্গে প্রশান্তর পরিবারের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি চাই ইস্টবেঙ্গল ক্লাব প্রশান্তর নামে একটা বৃত্তি চালু করুক। এর ব্যয়ভার আমি বহন করব। ছোট ছোট ছেলেরা খেলা শিখে বড় হবে। প্রশান্তকে এইভাবেই আমরা বাঁচিয়ে রাখতে পারব।’

মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত স্মৃতিচারণা করে বলেন, ‘প্রশান্ত খুব সৎ ছেলে ছিল। মাথা উঁচু করে ফুটবল খেলেছে। একবার পোর্ট ট্রাস্টের সঙ্গে একটা বড় ক্লাবের ম্যাচ ছিল। ওই বড় ক্লাবের দুই কর্তা ম্যাচের আগের দিন প্রশান্তর বাড়িতে হাজির। ম্যাচটা ‘ম্যানেজ’ করতে। কিন্তু অত্যন্ত বিনয়ের সঙ্গে ও এই প্রস্তাব খারিজ করে দেয়। বড় ক্লাবের দুই কর্তাকে জানায়, আজ আমি ম্যাচ ছেড়ে দিলে আপনারাও আমাকে ভবিষ্যতে কোনও দিন দলে নেবেন না। এমনই মানুষ ছিল ও।’

Related Articles

Leave a Comment