Home ভিডিও ‘বাংলায় আইনের শাসন নয় শাসকের আইন চলছে,’ ফের মমতাকে তোপ রাজ্যপালের

‘বাংলায় আইনের শাসন নয় শাসকের আইন চলছে,’ ফের মমতাকে তোপ রাজ্যপালের

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:”রাজ্যে আইনের শাসন নেই। শাসকের আইন আছে। “ফের মমতা সরকারকে তোপ দাগলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সন্ধ্যায় বেঙ্গল চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে শেষে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন,”ক্ষমতার বলে কোনও মন্তব্য করা উচিত নয়। রাজ্যের ৯ কোটি মানুষের জন্য কাজে রাজ্যপালকে সর্বদাই পাশে পাওয়া যাবে। ”
পাশাপাশি তিনি বলেন, “আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অনুরোধ করব রাজনৈতিক সঙ্গে আমাকে জুড়বেন না। আমি রাজ্য রাজনীতির কোন অঙ্গ নই। সংবিধান মেনেই মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার উচিত সংবিধান মেনে চলা। আমি রাজ্যে ইনভেস্টমেন্ট চাই। কিন্তু যেভাবে রাজ্যে আইন-শৃঙ্খলা থেকে বিভিন্ন বিষয়ে বিশৃঙ্খলা উঠে আসছে। তাতে শিল্প সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অত্যন্ত সম্মান করি। কিন্তু, তিনি যে ভিত্তিহীন অভিযোগগুলি এনেছেন, তাতে আমি হতবাক। ম্যাডাম, এটা কোনও ইগোর লড়াই নয়। ”

এদিন সন্ধ্যায় রাজ্যপাল আরও বলেন, “আমার টেবিলে কোনও ফাইল পড়ে নেই। যদি কোনও কাজ পড়েও থাকে, তবে তার দায় রাজ্য প্রশাসনের। অন্তত ৯০০ টুইট করেছি আমি। জবাব আসেনি।” তাঁর আরও সংযোজন, ”আমার বিরুদ্ধে খারাপ অভিযোগ আনা হচ্ছে। আমি কোনও খারাপ ভাষা প্রয়োগ করি না। রাজভবনে কোনও পাঁচতারা হোটেল থেকে খাবার আসে না।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে সরাসরি রাজ্যপাল বলেন, ”রাজভবনের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনছেন! ম্যাডাম চিফ মিনিস্টার, এটা কোনও ইগোর লড়াই নয়।”

 

Topics

Governor  Jagdeep Dhankhar Raj Bhavan  Administration Kolkata

 

Related Articles

Leave a Comment