Home সংবাদ বাংলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের আস্থা বাড়াতে শুরু রুট মার্চ

বাংলায় চলে এল কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের আস্থা বাড়াতে শুরু রুট মার্চ

by Kolkata Today

কলকাতা টুডে: রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে নির্বাচনী যুদ্ধের গনগনে আঁচ। ময়দানে নেমে লড়ছে সব পক্ষ। এখন অপেক্ষা শুধু নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হওয়ার। ভোটের এই আবহের মধ্যেই শনিবার বাংলায় চলে এল ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের আস্থা বাড়াতে বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করল সেনা।

রাজ্যে বিধানসভা ভোটের জন্য ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা। এরমধ্যে আজ শনিবার রাজ্যে এল ১২ কোম্পানি আধাসেনা। জম্মু-কাশ্মীর থেকে স্পেশাল ট্রেনে বাংলায় পা রাখল এই ১২ কোম্পানি আধাসেনা। ২ কোম্পানি আধাসেনা দুর্গাপুরে নেমে গিয়েছে।

বাকি বর্ধমান, বীরভূম, কলকাতা স্টেশন ও ডানকুনি স্টেশনে আধাসেনা নেমেছেন। সেখান থেকে তাঁরা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। এরপরই শনিবার বিকেল অথবা রবিবার সকাল থেকেই স্থানীয় পুলিস প্রশাসনকে সঙ্গে নিয়ে আধাসেনা জওয়ানরা এরিয়া ডমিনেশন বা কনফিডেন্স বিল্ডিংয়ের কাজ শুরু করবে।

প্রাথমিকভাবে এই ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বিধাননগর, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, হাওড়া, হুগলি গ্রামীণ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া গ্রামীণ, বীরভূম, পূর্ব বর্ধমান ও বাঁকুড়ায় মোতায়েন করা হবে। সব জায়গাতেই আপাতত ১ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে।

Related Articles

Leave a Comment