Home সংবাদসিটি টকস বাংলা অকাদেমির নতুন সভাপতি ব্রাত্য বসু

বাংলা অকাদেমির নতুন সভাপতি ব্রাত্য বসু

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারম্যান হলেন ব্রাত্য বসু । ১৩ জন আমন্ত্রিত সদস্যদের নিয়ে গঠিত হল বাংলা আকাদেমি।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

চেয়ারপার্সন –ব্রাত্য বসু, আর আমন্ত্রিত সদস্যরা হলেন, জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অর্পিতা ঘোষ, অভীক মজুমদার, প্রসূন ভৌমিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়। আর সরকারি প্রতিনিধি হিসেবে থাকছেন, উচ্চশিক্ষা দফতরের প্রধান সচিব, অর্থ দফতরের প্রধান সচিব, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সচিব।

আরও পড়ুনঃ খামখেয়ালি শীতের ফাঁকেই বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নির্দেশ অনুসারে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাধারণ পরিষদে শামিল করা হয়েছে আরও ১৩ জন বিশিষ্টকে। সেই আমন্ত্রিত সদস্যদের তালিকায় রয়েছেন জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত, অভীক মজুমদার, প্রসূন ভৌমিক, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, আবুল বাশার, সুধাংশু দে,ত্রিদিব চট্টোপাধ্যায় এবং শাঁওলি মিত্রের মানস কন্যা অর্পিতা ঘোষ।

Topics

Bangla Academy Bratya Basu  BJP  TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment