Home সংবাদবর্তমান আপডেট ‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে,’বললেন রাজ্যপাল

‘বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে,’বললেন রাজ্যপাল

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:রবিবাসরীয় সকালে মহাত্মা গান্ধীর ৭৪তম প্রয়াণ দিবসে গান্ধীঘাটে শ্রদ্ধা জানানোর সময় ফের রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “পশ্চিমবঙ্গকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে, সংবিধান রক্ষা করাই আমার দায়িত্ব।”

আরও পড়ুনঃ পদ্ম সম্মান প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

আজ সকালে মহাত্মা গান্ধীর ৭৪তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও ব্যারাকপুর গান্ধীঘাটে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজ্যপাল। সস্ত্রীক তিনি ব্যারাকপুরের গান্ধীঘাটে গিয়ে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিনের এই মঞ্চে উপস্থিত ছিলেন সস্ত্রীক রাজ্যপাল-সহ ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং, উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, স্বরাষ্ট্র সচিব সহ অন্যরা। এই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে স্পষ্ট ভাষায় আক্রামণ করেন রাজ্যপাল। তিনি বলেন, “বাংলা গণতন্ত্রের গ্যাস চেম্বার হয়ে যাচ্ছে। এটা বরদাস্ত করতে পারব না। বাংলার মাটিকে রক্তরঞ্জিত হতে দেখতে পারব না। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। সংবিধানকে রক্ষা করা আমার কাজ। মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন সংবিধান অনুযায়ী কাজ করবেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সময় বের করে আমার সঙ্গে কথা বলুন। ব্যক্তিগত ইগো নিয়ে চলা ঠিক নয়।”

তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে আইনের শাসন থাকবে না, এটা মোটেই মেনে নেওয়া যায় না। এখানে আইনের শাসন নেই, শাসকের শাসন চলছে। আমার দায়িত্ব প্রথম নাগরিক হিসেবে সংবিধান মেনে পশ্চিমবঙ্গের মানুষের সেবা করা। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যত কঠিন পরিস্থিতির মুখেই পড়তে হোক, আমাকে যত অপমান সহ্য করতে হোক, আমি নিজের পথেই অনড় থাকব।”

Topics

Governor  Jagdeep Dhankhar Raj Bhavan Administration  Kolkata

Related Articles

Leave a Comment