Home ভিডিও ‘বাংলা পারলে, উত্তরপ্রদেশও পারবে,’ বিজেপিকে হারাতে উত্তরপ্রদেশবাসীদের কাছে আহ্বান মমতার

‘বাংলা পারলে, উত্তরপ্রদেশও পারবে,’ বিজেপিকে হারাতে উত্তরপ্রদেশবাসীদের কাছে আহ্বান মমতার

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:অখিলেশ যাদবের হয়ে প্রচারে ঝড় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কার্যত তুলেধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। “বিজেপিকে হঠাতে অখিলেশকে সমর্থন করুন” । অখিলেশের হয়ে গলা তুলে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি হারলে, দেশেও বিজেপি হারবে’। উত্তরপ্রদেশে মঙ্গলবার সভা করে জনগণের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ে।”বাংলায় ভোটের সময় তৃণমূলকে সমর্থন করেছিলেন অখিলেশ। তাই তাঁকে ধন্যবাদ। বিজেপিকে হঠাতে অখিলেশকে সমর্থন করুন”। অখিলেশের পাশে দাঁড়িয়ে মমতার মন্তব্য।

আরও পড়ুনঃ ‘সাধারণ মানুষের জন্য এই বাজেট শূন্য,’ টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন উত্তরপ্রদেশের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে করা ভাষায় আক্রমণ করে বললেন,”ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। ভোটের পর কোকিলের মতো উবে যায় বিজেপি।পবিত্র গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই লাশ তুলে তার সৎকার করেছি। কত মানুষের দেহ আপনারা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন ?’‘তাঁদের পরিবারের কাছে ক্ষমা চান আপানারা”

আরও পড়ুনঃ তৃণমূল ছেড়ে পুরভোটে নির্দল প্রার্থীদের কড়া বার্তা ফিরহাদ হাকিমের

“কোভিডে যখন মানুষ মরছিল তখন যোগীজি কোথায় ছিলেন ? তখন আপনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেছিলেন?”মোদিকে খোঁচা দিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,”কত পরিযায়ী শ্রমিক অনাহারে মারা গেছে। কোভিডে, কৃষক আন্দোলনে, এনআরসি আন্দোলনে বহু মানুষ মারা গেছে। তাদের সবার পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে, ম্যানিফেস্টোতে আগে সেকথা লিখুন।কোনও আইন মানেন না আপনারা। দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে দেব না”।উত্তরপ্রদেশের মানুষের উদ্দেশে হিন্দিতে মমতা বলেন, “ফির যোগীজি আয়েগা, তো আপ লোগকো খা জায়েগা। অর্থাৎ আরও একবার যোগী ক্ষমতায় এলে আপনাদের খেয়ে ফেলবে”।

আক্রমনাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় বললেন,”বিজেপি মিছিল করতে পারলেও, বিরোধীদের অনুমতি দেওয়া হয় না। বাংলার ভোটে তৃণমূলের হয়ে প্রচার করেছেন কিরণময় নন্দ, জয়া বচ্চন। । কিরণময়, জয়াকে তৃণমূলের প্রচারে পাঠানোর জন্য অখিলেশকে ধন্যবাদ।”

উত্তরপ্রদেশেও ‘খেলা হবে’ স্লোগান তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা, “বাংলা পারলে, উত্তরপ্রদেশও পারবে। বাংলায় বিজেপি হেরেছে। উত্তরপ্রদেশেও হারবে। অখিলেশ জিতবে। ঘরে ঘরে একটাই আওয়াজ অখিলেশ জিন্দাবাদ।”

Topics

Mamata Banerjee  BJP  TMC Administration kolkata

Related Articles