Home ভিডিও বিজেপির বিবেক বাহিনীর হেল্পলাইন নাম্বারের সূচনা

বিজেপির বিবেক বাহিনীর হেল্পলাইন নাম্বারের সূচনা

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো:বিজেপির যুব মোর্চার তরফ থেকে বিবেক বাহিনীর হেল্পলাইন নাম্বার সূচনা করলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান |এই হেল্পলাইন নাম্বার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মুখ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য |এই প্রসঙ্গে যুব মোর্চার রাজ্য সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান জানান ,এই হেল্পলাইনে যারা ফোন করবেন সেই সমস্ত আক্রান্ত মানুষদের পাশে থাকবেন বিবেক বাহিনী |এই প্রসঙ্গে তিনি আরও বলেন তাদের এই বিবেক বাহিনীতে কুড়ি হাজার সদস্য আছে যারা এই হেল্প লাইনের মাধ্যমে বিভিন্ন রকম সহযোগিতা করবেন ,যারা করোনা আক্রান্ত মানুষদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন|

আরও পড়ুনঃ ’করোনাকালে গঙ্গাসাগরের মত উৎসব যথাসম্ভব ভাবে সম্পন্ন করা একটা বড় চ্যালেঞ্জ,’ফিরহাদ হাকিমের

ভারতীয় জনতা পার্টির বিবেক বাহিনী সাথে যোগাযোগ করে পশ্চিমবঙ্গের সর্বত্র সাধারণ মানুষ স্বাস্থ্য সংক্রান্ত হোক বা নিত্য প্রয়োজনীয় ওষুধ, ডাক্তার দেখানো হোক কিংবা করোনার কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো, সকল রকমের সাহায্য করবার পূর্ণ প্রয়াস করবে বিবেক বাহিনী।

Topics

Samik Bhattcharya BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment