Home বিনোদন বিয়ে বাড়িতে গিয়ে নাচ শুরু করলেন রিমেক কুইন’ নেহা কক্কর,‘লরকি আঁখ মারে’-তে উৎফুল্ল নিমন্ত্রিতরা

বিয়ে বাড়িতে গিয়ে নাচ শুরু করলেন রিমেক কুইন’ নেহা কক্কর,‘লরকি আঁখ মারে’-তে উৎফুল্ল নিমন্ত্রিতরা

by Kolkata Today

এই মুহূর্তে নেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে নেহার একটি নাচের ভিডিও! দিল্লিতে একটি বিয়ে বাড়িতে গিয়ে ‘লরকি আঁখ মারে’ গানে নাচলেন তারকা। ২০২০-র শেষ থেকেই খবরের শিরোনামে বলিউডের ‘রিমেক কুইন’ নেহা কক্কর! শুরু হয় উদিত নারায়নের ছেলে আদিত্য নারায়নের সঙ্গে তাঁর বিয়ের ভুয়ো খবর দিয়ে… এরপর আচমকাই রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাটছড়া বেঁধে ফেলেন নেহা! হঠাৎ একদিন সকালে দেখা যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নেহা নিজের একটি ছবি পোস্ট করেছেন যেখানে স্পষ্ট বেবি-বাম্প! ব্যস! শুরু শোরগোল!এ কি ! বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি খোলসা হয়, নেহা মোটেই গর্ভবতী নন! ছবিটি নেহা-রোহনপ্রীতের আগামী ভিডিওর একটা গান ‘খেয়াল রখা কর’-এর প্রোমোশনের জন্য পোস্ট করা হয়েছে! আসল কথা , কিছু না কিছু করে নিত্যদিন খবরে রয়েছেন নেহা কক্কর!

তবে মানতে হবে, নেহা নিজের সম্পর্কে কৌতূহলে মাতিয়ে রাখতে জানেন! প্রতিনিয়ত কিছু না কিছু শেবার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়! নেটিজেনরাও মুখিয়ে থাকে, শেয়ার হওয়া মাত্রই উত্তেজনা তুঙ্গে… শুরু ভিউ, লাইক, শেয়ার পর্ব… দেখতে দেখতে ভাইরাল! যেমন এই মুহূর্তে নেট দুনিয়া দাপিয়ে বেড়াচ্ছে নেহার একটি নাচের ভিডিও! দিল্লিতে একটি বিয়ে বাড়িতে গিয়ে ‘লরকি আঁখ মারে’ গানে সে কী নাচ নেহার..

Related Articles

Leave a Comment