নিজস্ব প্রতিনিধিঃ সদ্য বিরুষ্কার ঘরে এসেছে লক্ষ্মী। খুশির খবর বিরাট নিজেই ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা আদর করে তাঁদের সদ্যোজাত কন্যার নাম রেখেছেন ‘ভামিকা’, যার অর্থ দেবী দুর্গা। বিরাট এবং অনুষ্কার নামের প্রথম অক্ষর মিলিয়ে মেয়ের নামকরণ করা হয়েছে ‘ভামিকা’।
জন্মের পর থেকে অনেক গোপনীয়তা বজায় রেখে বিরাট দম্পতি মেয়ের ছবি কোনও ভাবেই প্রকাশ্যে আসতে দেননি। কিন্তু মেয়ের নাম কী রাখলেন, তা জানানোর জন্য বলিউড অভিনেত্রী টুইটারে ছবি-সহ নামকরণের কথা জানান। ছবি এবং নাম ঘোষণা করার পর সদ্য বাবা-মা হওয়া তারকা দম্পতিকে অভিনন্দন জানাতে আমুল একটি অসাধারণ ডুডল প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ভক্তরাও মুগ্ধ। প্রশংসা করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, অনুষ্কা ছোট্ট ভামিকাকে হাতে নিয়ে তাঁর দিকে তাকিয়ে রয়েছেন। পাশে দাঁড়িয়ে ভারতের ক্রিকেট অধিনায়ক। উভয়ের মুখে মিষ্টি হাসি, খুশির ঝলক বিরুষ্কার চোখেমুখে।
আমুল এই ছবিটি অ্যানিমেটেড ফর্ম্যাটে তৈরি করেছে এবং তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে শেয়ার করেছে। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘ভামিকা বড়ি হোকার ইয়াম্মি খা’।
মিষ্টি স্লোগান লেখা এই ছবিটা সকলেরই বেশ পছন্দ হয়েছে। আমুলের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় অনেক লাইক পেয়েছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আমুলের সৃজনশীল দলটিকে চমৎকার ডুডল উপহার দেওয়ার জন্য কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছে।