Home খেলাধুলাফুটবল বেঙ্গালুরু ম্যাচের আগে সুনীলকে নিয়েই ভাবনা হাবাসের

বেঙ্গালুরু ম্যাচের আগে সুনীলকে নিয়েই ভাবনা হাবাসের

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামার আগে সুনীল ছেত্রির প্রশংসায় পঞ্চমুখ আন্তোনিয়ো লোপেজ হাবাস। ম্যাচের ২৪ ঘণ্টা আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সবুজ মেরুনের স্প্যানিশ কোচ বলেন, ‘সুনীল ভারতের সেরা ফুটবলার। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। ও সত্যি অসাধারণ। ওদের দলে ভারসাম্যও বেশ ভাল। তবে সুনীল নয়, আমাদের ম্যাচ বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে।’

বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামলেই গোল পেয়েছেন ডেভিড উইলিয়ামস। মঙ্গলবারের ম্যাচে তাঁকে খেলাবেন কিনা, তা খোলসা না করলেও হাবাস বললেন, ‘ও খুব ভাল উন্নতি করছে। তবে কারা প্রথম একাদশে খেলবে, তা এখনই জানি না। আমি ম্যাচের দিন সকলের সঙ্গে কথা বলে ঠিক করব।’

সবার আগে প্লে অফে যাওয়া নিশ্চিত করতে চান হাবাস। তিনি বলেন, ‘প্লে-অফ নিশ্চিত করার পর লিগে প্রথম হওয়ার চেষ্টা করব আমরা। তারপর একে একে সেমিফাইনাল আর যদি ফাইনালে উঠতে পারি তারপর সেই ম্যাচ নিয়ে ভাবব। একটা করে ম্যাচ নিয়েই ভাবতে চাই আমরা। লিগের শীর্ষে কারা থাকবে, তা লিগের ম্যাচ শেষ না হলে বোঝা যাবে না। এই জায়গা থেকে মুম্বইও ম্যাচ হারতে পারে।’

৪ গোল দিয়েও হাবাস বলছেন, ‘আমরা বোধ হয় ঘুমিয়ে পড়েছিলাম’ শেষ ২ ম্যাচে ৭ গোল করলেও ৩ গোল খেতে হয়েছে এটিকে মোহনবাগানকে। তবে তা নিয়ে চিন্তায় নেই তিনি। হাবাস বলেন, ‘আমার মনে হয় আমাদের দলে যথেষ্ট ভারসাম্য আছে। কিছু গোল সেটপিস থেকে খেতে হয়েছে এটা যেমন ঠিক, তেমনই আমাদের আক্রমণভাগের ফুটবলাররা যে ভাল খেলছে, এটাও মানতে হবে।’

শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলার দুদিনের মধ্যেই আবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। তবে তা নিয়ে ভাবতে রাজি নন হাবাস। তিনি বলেন, ‘এখানে অজুহাতের কোনও জায়গা নেই। আমাদের ১০০ শতাংশ দিতেই হবে। সুনীলরা আগের ম্যাচ ড্র করলেও মঙ্গলবারের ম্যাচ আমাদের জন্য সহজ হবে না।’

Related Articles

Leave a Comment